আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আগেরদিন গায়ের হলুদের অনুষ্ঠানে ঘটল বিপত্তি। তুমুল হুল্লোড়ে মেতেছিলেন পাত্রী। আত্মীয়দের সঙ্গে নাচতে নাচতে আচমকা ঠাস করে পড়ে গেলেন মঞ্চে। মুহূর্তের মধ্যে মর্মান্তিক পরিণতি হল তাঁর। বিয়ের আগেরদিন মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২২ বছর বয়সি পাত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুদাউনে। পুলিশ জানিয়েছে, সোমবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল দিক্ষা নামের তরুণীর। রবিবার সন্ধ্যায় ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হলুদ রঙের শাড়ি পরে সেজেছিলেন তিনি। সকলের সঙ্গে নাচ করছিলেন। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরিবারের তরফে জানানো হয়েছে, গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দিক্ষা। নাচ থামিয়ে বাথরুমে যান। সেই সময় তাঁর বুকে ব্যথা হচ্ছিল। বাথরুমে যাওয়ার পর কয়েক ঘণ্টায় আর তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা দিক্ষাকে মৃত বলে ঘোষণা করেন। এও জানান, কার্ডিয়াক অ্যারেস্টেই তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই ঘটনায় দেহ ময়নাতদন্তের অনুমতি দেয়নি পরিবার। পরিবারের তরফে আরও জানানো হয়েছে, সোমবার বিয়ে উপলক্ষে রবিবারেই মোরাবাদ থেকে পাত্রপক্ষ রওনা দিয়েছিল। মাঝপথেই বরযাত্রীরা দিক্ষার মৃত্যুর খবর পান।
