আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা। সেখানেই উঠে এল ব্রাহ্মণ সম্প্রদায় সমগ্র সমাজকে গাইড করার জন্য কাজ করে এই বিষয়টি। বক্তব্য রেখেছেন হিমাচল প্রদেশের রাজ্যপাল শুক্লা। 

 

 

সেখানে অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা আয়োজিত ব্রাহ্মণ ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শুক্লা বলেন, জাতীয়তাবাদী ব্যক্তিত্ব নিয়ে মানুষের কাছে আসা উচিত। সংঘবদ্ধ হওয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন গভর্নর কালরাজ মিশ্র, উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ মহেশ শর্মা এবং সতীশ গৌতম, ইউপি বিধান পরিষদের সদস্য শ্রীচাঁদ শর্মা এবং অনুপশহরের বিধায়ক সঞ্জয় শর্মা প্রমুখ।

 

 

রাজস্থানের প্রাক্তন গভর্নর কালরাজ মিশ্র বক্তব্য রাখেন, সম্মেলনের উদ্দেশ্য সমস্ত ব্রাহ্মণ সংগঠনকে একত্রিত করা এবং সমাজকে আরও সচেতন করা। এদিন হিমাচলের রাজ্যপাল আরও জানিয়েছেন, ব্রাহ্মণ সম্প্রদায় সর্বদা সমাজের সকল অংশকে সঙ্গে নিয়ে এগিয়েছে। এরা জাতির উন্নতির জন্য নিবেদিতপ্রাণভাবে কাজ করে চলেছে। তাই অবশ্যই সমাজকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রকারী শক্তির বিষয়ে মানুষকে সচেতন করতে হবে একযোগে। একই সঙ্গে বলেন, সংবিধান নিয়ে যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সে সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। উপস্থিত ছিলেন বিজেপির নেতারা।সমাবেশে ভাষণ দিতে গিয়ে, প্রাক্তন বিজেপি নেতা নূপুর শর্মা বলেছিলেন, এই সম্মেলনের মাধ্যমে একটি বার্তা দেওয়া হচ্ছে, কেবল বিভিন্ন বর্ণের মধ্যেই নয়, সামগ্রিকভাবে সমাজ ঐক্যবদ্ধ হওয়া উচিত।