আজকাল ওয়েবডেস্ক : দুর্গ জেলায় মর্মান্তিক ঘটনা। রেলের লাইনে বসে মোবাইল গেম খেলছিল দুটি ছেলে। ট্রেন হর্ন দিলেও তাতে কান দেয়নি দুজন। ফলে যা হওয়ার তাই। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুজনের। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ঘটনাটি হয় শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ। দুজন বসে রেল লাইনে মোবাইল গেম খেলতে ব্যস্ত ছিল। দূর থেকে আসা ট্রেন তারা দেখতে পায়নি। এমনকি ট্রেন হর্ন দিলে তাঁর শব্দ তারা খেয়াল করেনি। এরপর ঘটে মর্মান্তিক ঘটনা। দুজনে মারা যায়। 

 

পুলিশ দেহদুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার জেরে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে বর্তমানে যুব সমাজ যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তাতে এই ঘটনা প্রতিদিন বাড়ছে। যদি বাড়ির লোক সতর্ক না হয় তবে আগামীদিন এই ঘটনা আরও বাড়বে।