আজকাল ওয়েবডেস্ক: মোবাইল ফোন চার্জ হচ্ছিল, ছিল ৯ বছরের শিশুর হাতে। সেখানেই ঘটল বিপত্তি। আচমকা বিস্ফোরণ ফোনের, ক্ষতবিক্ষত শিশুর হাত-পা।
ঘটনাস্থল মধ্যপ্রদেশ। চিন্দারা জেলার কালকোটি গ্রামে এই ঘটনা ঘটেছে। ওই শিশুর বাবা হরদয়াল সিং জানিয়েছেন, যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে, তখন তিনি এবং তাঁর স্ত্রী মাঠে কাজ করছিলেন। তাঁদের ছেলে তার বন্ধুদের সঙ্গে ঘরেই ছিল। ফোন চার্জে বসিয়ে তারা একসঙ্গে কার্টুন দেখছিল বলে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে চার্জ হওয়ার মাঝে আচমকাই বিস্ফোরণ ঘটে। প্রতিবেশীরা মাঠে গিয়ে ওই শিশুর বাবা-মাকে খবর দেন। তৎক্ষণাৎ তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে পাঠানো হয় জেলা হাসপাতালে। শিশুটির দুই হাত এবং পা ক্ষতবিক্ষত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার আরও এক বন্ধুও আহত হয়। তারও চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
প্রায় একই ঘটনা ঘটেছিল ২০২৩ সালেও। কেরলে ৮ বছরের এক মেয়ের হাতে আচমকা মোবাইল বিস্ফোরণ ঘটে। ঘটনায় ওই মেয়েটির মৃত্যু ঘটেছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছিল, দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল, সেখান থেকেই ঘটে বিস্ফোরণ।
