আজকাল ওয়েবডেস্ক: স্কুলে টিফিন ব্রেকের সময় দোলনায় বসে খেলছিল চতুর্থ শ্রেণির ছাত্র। দোলনায় খেলতে খেলতেই আচমকা ছিটকে মাটিতে পড়ে যায় সে। কিছুক্ষণ সেখানেই পড়েছিল। পরে হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। স্কুলে দোলনা থেকে পড়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক পরিণতিতে বিক্ষোভ দেখাল পরিবার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার ঘটনাটি ঘটেছে ওড়িশার জয়পুর জেলায়। ওই জেলার একটি প্রাথমিক স্কুলের ছাত্র ছিলেন সৌম্যরঞ্জন সাহু। ১০ বছর বয়সি পড়ুয়া বাগপতিয়া উচ্চপ্রাথমিক স্কুলে পড়ত। এদিন স্কুলে বন্ধুদের সঙ্গে খেলাধুলার সময় দোলনায় উঠেছিল। সেখান থেকে আচমকা ছিটকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় মাটিতেই কিছুক্ষণ পড়েছিল সে। তারপর হাসপাতালে তাকে নিয়ে যান শিক্ষকরা। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যুর পর শিক্ষকদের স্কুলে আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ওই স্কুলে মোট ৭২ পড়ুয়া। প্রধান শিক্ষক সহ পাঁচ জন শিক্ষক রয়েছেন। মৃত পড়ুয়ার পরিবার শিক্ষকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। সমস্ত স্কুলের কর্তৃপক্ষকে এ ঘটনার পর সতর্ক করা হয়েছে।
