আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভীনেশ ফোগাতের বিরুদ্ধে লড়বেন বিজেপির যোগেশ বৈরাগী । আসন্ন বিধানসভা নির্বাচনে এদিন দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে বিজেপি। রয়েছে ২১ জন প্রার্থীর নাম।
তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য ক্যাপ্টেন যোগেশ বৈরাগীর নাম। যিনি জুলানা কেন্দ্রে লড়বেন ভীনেশ ফোগাতের বিরুদ্ধে। প্রসঙ্গত ক্যাপ্টেন যোগেশ বৈরাগী বিজেপি হরিয়ানা যুব শাখার রাজ্য সহ সভাপতি। হরিয়ানা বিজেপির স্পোর্টস সেলের কো–কনভেনর তিনি।
এদিকে পবন সাইনি লড়বেন নারায়ণগড় কেন্দ্র থেকে। সৎপাল জাম্বা লড়বেন পুন্ডারি কেন্দ্র থেকে। যোগেন্দর রানা লড়বেন আসান্দ কেন্দ্র থেকে। দেবেন্দর কৌশিক লড়বেন গনৌর কেন্দ্র থেকে। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন নির্মল রানি। তাঁকে টিকিট দেওয়া হয়নি। বিজেপি রাজ্য সভাপতি মোহন লাল বদোলির পরবির্তে রাই কেন্দ্রে লড়বেন কৃষ্ণ গেহলাওয়াত।
প্রসঙ্গত ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা ৮ অক্টোবর। প্রসঙ্গত ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় প্রথম দফায় ৬৭ জনের প্রার্থীতালিকা ঘোষণা করেছিল বিজেপি। এদিন ঘোষণা হল বাকি ২১ জনের নাম।
