আজকাল ওয়েবডেস্ক: কবে ঘোষণা হবে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ? এই প্রশ্নের জবাব দিতেই ছত্তিশগড়ে বিজেপির পর্যবেক্ষক দল। পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন দুষ্মান্ত গৌতম, সর্বানন্দ সোনোওয়াল এবং অর্জুন মুণ্ডা। বিজেপির শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বাছাই করার কাজটি পর্যবেক্ষকদের ওপরেই ছেড়ে দিয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিপুল ভোট পেয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নতুন মুখের দিকে নদর রয়েছে বিজেপির। তবে পর্যবেক্ষকরা সকলের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন বিজেপির বহু নেতা। ছত্তিশগড়ে ৯০ টি আসনের মধ্যে ৫৪ টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেসের দখলে রয়েছে ৩৫ টি আসন। ছত্তিশগড়ে পিছিয়ে পড়া জাতি থেকেই মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বিষ্ণু দেও, রেণুকা সিং, রামবিচার নেতাম, লতা উসেন্দি এবং গোমতী সাইয়ের নাম ঘোরাফেরা করছে। তবে যার ভাগ্যেই দায়িত্ব আসুক না কেন তাঁকে আগামী বছরের লোকসভা নির্বাচনে অনেকটা দায়িত্ব নিয়েই কাজ করতে হবে বলেই মনে করছেন রাজনীতিবিদরা। ২০১৯ সালে লোকসভায় ছত্তিশগড় থেকে ১১ টি আসনের মধ্যে ৯ টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেসের হাতে ছিল মাত্র দুটি আসন।