আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বিজেপি গুন্ডামি করছে। অভিযোগ তুলে এবার সরব হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার পাটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন বিহারের বিরোধী দলনেতা।

 

আরজেডি নেতার অভিযোগ, বাংলায় গুন্ডাগিরি করছে বিজেপি। দোকানবাজার থেকে জিনিসপত্র টেনে বার করা হচ্ছে। দোকান-বাজার থেকে জিনিসপত্র লুঠ করা হচ্ছে বলে অভিযোগ তেজস্বীর। লালু পুত্র আরও অভিযোগ, শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে বিজেপি। এরপরেই বিস্ফোরক দাবি করেন তিনি। তেজস্বীর অভিযোগ, প্রতিনিয়ত জনগণকে উষ্কানি দেওয়ার কাজ করছে বিজেপি। 

 


উল্লেখ্য, নবা্ন্ন অভিযানের দিন পুলিশের দিকে ইট ছোড়া হয়। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে বা চোখে গুরুতর আঘাত পান কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। ওইদিন কলকাতা-হাওড়ার একাধিক জায়গায় আক্রান্ত হন পুলিশ। ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামলায় পুলিশও।

 

মেয়ো রোডে বক্তব্য রাখতে গিয়ে পুলিশের ভূয়শী প্রশংসা করেন মুখ্যমন্ত্রীও। তিনি বলেন, মঙ্গলবারের জন্য আমি পুলিশকে স্যালুট জানাই। ওঁরা সংযত থেকেছেন। নিজের রক্ত দিয়েছেন। কিন্তু বিজেপি চক্রান্ত সফল হতে দেয় নি। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধেও সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী। নবান্ন অভিযান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশ্ন,  কারা আন্দোলন করতে এসেছিল? বাংলার লোক হলে কি তারা নবান্ন চিনত না? রাজভবন চিনত না? দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে কয়েকজন। 

 


এদিন বাংলার মুখ্যমন্ত্রীর কথা রেশ টেনেই ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করেন তেজস্বী যাদব। আরডেজি নেতার দাবি, বিজেপি উষ্কানি দেওয়ার চেষ্টা করলেও বাংলা বা অন্য কোনও রাজ্যের মানুষ বিজেপির এই ফাঁদে পা দেবেন না। 

 


এরপরেই তেজস্বীর অভিযোগ, উত্তরপ্রদেশে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। বিজেপি শাসিত রাজ্যে সবথেকে বেশি ধর্ষণের ঘটনা ঘটে। বিহারেও এই ধরেন ঘটনা ঘটছে। তখন তারা চুপ করে থাকেন কেন? তেজস্বীর কথায়, বিজেপি বিরোধী শাসিত রাজ্যে এই ধরনের আবহকে কেন্দ্র করে প্যানিক তৈরির চেষ্টা করছে। যা কখনই সফল হবে না বলেই দাবি করেছেন তিনি।