আজকাল ওয়েবডেস্ক : ভিনেশ ফোগোতদের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে বারণ। ব্রিজভূষণকে নির্দেশ দিল বিজেপি হাইকমান্ড। কংগ্রেস যোগদানের পর ভিনেশ এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটান এই প্রাক্তন বিজেপি সাংসদ। কিন্তু আর কিছু বলার আগে তার মুখে রাশ টেনে ধরলেন বিজেপি শিবির। তাঁকে এবিষয়ে আর কোনও মন্তব্য করতে বারণ করা হয়েছে।
কুস্তিগিরদের আন্দোলন এবং অলিম্পিকে পদক হাতছাড়া হওয়ার পর ভিনেশদের প্রতি সহানুভূতির স্রোত বইছে হরিয়ানাজুড়ে। হরিয়ানার কুস্তির আখড়াগুলিতে ব্রিজভূষণ এখন 'ভিলেন'। তিনি ভিনেশদের নিয়ে যাই বলুন, বিজেপির জন্য তার 'বিরূপ' প্রতিক্রিয়াই হবে, সেটা নিশ্চিত। সেকারণেই সম্ভবত, দলের সিনিয়র নেতারা সতর্ক করে দিলেন ব্রিজভূষণকে। আপাতত ভিনেশদের নিয়ে তাঁর মুখ না খোলাই মঙ্গল, জানিয়ে দেওয়া হল কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধানকে।
ব্রিজভূষণের বিতর্কিত মন্তব্যের পরই তাঁকে পালটা দিয়েছে কংগ্রেস। খোদ বজরং পুনিয়া তাঁর বিরুদ্ধে মুখ খুলে বলেছেন, "এখান থেকেই ব্রিজভূষণ সিংয়ের মানসিকতা বোঝা যায়। ওটা শুধু ভিনেশের মেডেল হত না। ১৪০ কোটি ভারতীয়র মেডেল হত। উনি ওর পরাজয় নিয়ে উল্লাস প্রকাশ করেছেন। যারা ভিনেশের ডিসকোয়ালিফিকেশনে উল্লাস করে তারা কি দেশভক্ত? আমরা ছোটবেলা থেকেই দেশের জন্য লড়ছি। আর এরা এসেছে আমাদের দেশভক্তি শেখাতে। এরা তো মেয়েদের শ্লীলতাহানি করে।”
