আজকাল ওয়েবডেস্ক:‌ মদ বিক্রি নিষিদ্ধ বিহারে। শুধু বিক্রি কেন, মজুত করা বা মদ্যপান করাও নিষিদ্ধ। সেই বিহারের সিওয়ান জেলায় এক মদ্যপ ব্যক্তিকে ধরতে গিয়েছিল পুলিশের একটি দল। অভিযোগ গ্রামবাসীদের তাড়ায় জখম হতে হল এক পুলিশকে। অভিযোগ, মদ্যপ ব্যক্তিকে ধরতে গিয়ে নাকি গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়তে হয় পুলিশকে।


জানা গেছে, বুধবার পুলিশের একটি দল আখোলহি গ্রামে ওই মদ্যপ ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়েছিল। মদ্যপ ব্যক্তিকে আটক করে পুলিশ ভ্যানে তোলাও হয়েছিল। এরপরই ওই ব্যক্তিকে নিয়ে থানার উদ্দেশে রওনা দিতে যান পুলিশ কর্মীরা। আচমকাই গ্রামবাসীরা আক্রমণ করে বসে পুলিশের ওই দলটিকে। আটক হওয়া মদ্যপ ব্যক্তিকে পুলিশ ভ্যান থেকে ছাড়িয়ে নিয়ে যায় গ্রামবাসীরা।


পুলিশের গাড়ি গ্রামবাসীরা ঘিরে ধরেছে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 
ভিডিওয় দেখা যাচ্ছে গ্রামবাসীরা এক পুলিশকর্মীকে মারধর করছে। আর তা দাঁড়িয়ে দেখছে স্থানীয় কিছু শিশু ও মহিলারা। 


চলতি সপ্তাহেই রোহতাস জেলায় পুলিশি তল্লাশির সময় গ্রামবাসীরা চড়াও হয়। আহত হন ছয় পুলিশ কর্মী। তার মধ্যে এক জন মহিলা পুলিশ কর্মীও ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুই মদ্যপ ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়েন পুলিশ কর্মীরা।


গত মাসেই অনুরূপ একটি ঘটনায় আরারিয়া জেলায় বিহার পুলিশের এক কর্মী মারা যান।