আজকাল ওয়েবডেস্ক: দুষ্কৃতী ধরতে গিয়ে প্রাণ গেল এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের। মৃতের নাম রাজীব রঞ্জন মাল। জানা গেছে, দীর্ঘদিন ধরেই এক ড্রাগ মাফিয়ার সন্ধান চালাচ্ছিল পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, ওই দুষ্কৃতী লক্ষ্মীপুর গ্রামে আশ্রয় নিয়েছে। এরপরই এএসআই রাজীবের নেতৃত্বে ফুলকাহা থানা থেকে পুলিশের একটি দল ওই গ্রামে তল্লাশি অভিযানে যায়।
 
 বিহারের আরারিয়া জেলার লক্ষ্মীপুর গ্রামে পুলিশ তল্লাশি চালাতে আসছে শুনতে পেয়েই গ্রামবাসীরা পথ অবরোধ করেন। পুলিশকে গ্রামে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। সেই বাধা সরিয়ে পুলিশবাহিনী গ্রামে ঢুকে দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল। অভিযোগ, আচমকাই এক দল গ্রামবাসী পুলিশের দলটিকে ঘিরে ধরে। তার পর লাঠি, ইট নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তার মধ্যেই গ্রামবাসীদের কয়েক জন এএসআই রাজীবকে একা পেয়ে বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।
 
 এসপি অঞ্জনী কুমার জানিয়েছেন, রাত একটা নাগাদ তাঁদের কাছে খবর আসে ওই ড্রাগ মাফিয়া অনমোল যাদব লক্ষ্মীপুর গ্রামে একটি বিয়েবাড়ি গিয়েছে। পুলিশের দল গিয়ে ওই বিয়েবাড়ি ঘিরে ফেলে। কিন্তু গ্রামবাসীরা পুলিশের হাত থেকে ওই দুষ্কৃতীকে ছিনিয়ে নেয়। গ্রামবাসীদের হামলার মুখে পড়ে শেষমেশ গ্রাম ছাড়তে বাধ্য হন পুলিশকর্মীরা। এএসআই রাজীব রঞ্জন মালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 
