আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌ফেল ২০ থেকে ২৫ হাজার টাকা। বিয়ে করে নাও বিহারের মেয়ে’‌। এমনই বিতর্কিত মন্তব্য করে বসেছেন উত্তরাখণ্ডের মন্ত্রী রেখা আর্যর স্বামী গিরিধারী লাল সাহু। 


বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামী যে এরকম মন্তব্য করতে পারেন তা বিশ্বাস হচ্ছে না কারও। গত ডিসেম্বরে আলমোরায় একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন গিরিধারী। আর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী কংগ্রেস ও বিহার রাজ্য মহিলা কমিশন। বিরোধীদের কথায়, উত্তরাখণ্ডের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর স্বামী এরকম মন্তব্য করতে পারলেন কীভাবে!‌ যদিও এই বিতর্কিত মন্তব্যের জন্য সাহু ক্ষমা চেয়েছেন। তাতেও ক্ষোভ কমেনি। শাসক দল বিজেপি এই মন্তব্যের দায় নিতে চায়নি।


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় সাহুকে বলতে শোনা গিয়েছে, ‘‌আপনার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে?‌ যদি বিয়ে না হয় তো বলুন। বিহার থেকে মেয়ে এনে দেব। ওখানে তো মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকায় মেয়ে পাওয়া যায়।’‌ ওই ভিডিওয় সাহুকে আরও বলতে শোনা গিয়েছে, ‘‌আমার সঙ্গে আসুন। আমরাই বিয়ে দেব তোমাদের।’‌ যদিও এরপর এক ভিডিওবার্তায় ক্ষমা চেয়ে সাহু বলেন, ‘‌আমার কথা বিকৃত করা হয়েছে। আমি শুধুমাত্র এক বন্ধুর বিয়ে নিয়ে কথা বলছিলাম। আমার কথায় কেউ অপমানিত বোধ করলে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি।’‌ 


এদিকে, সাহুর এই মন্তব্যের পর উত্তরাখণ্ড রাজ্য বিজেপি তাঁর সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। বলা হয়েছে, ‘‌সাহুর সঙ্গে দলের কোনওরকম সম্পর্ক নেই।’‌ কংগ্রেসের দাবি, সাহুর এই মন্তব্য দেশের মহিলাদের জন্য চরম অপমান। এই মন্তব্যের জন্য বিজেপির ক্ষমা চাওয়া বলে দাবি করেছে কংগ্রেস। উত্তরাখণ্ড রাজ্য কংগ্রেসের সভাপতি গণেশ গোডিয়াল বলেছেন, ‘‌একজন মন্ত্রীর স্বামী এরকম মন্তব্য করে দেশের বোনেদের অপমান করেছেন। এই মন্তব্যের জন্য বিজেপির ক্ষমা চাওয়া উচিত।’‌ কংগ্রেসের মহিলা মোর্চার তরফে বলা হয়েছে, ‘‌এই মন্তব্য করে মহিলাদের অসম্মান করা হয়েছে। এই ধরনের চিন্তাভাবনা নারী পাচার, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধিকে আরও বাড়িয়ে দেয়।’‌ যদিও রাজ্য বিজেপি মিডিয়া সেলের তরফে এই মন্তব্যের ঘোর নিন্দা করা হয়েছে।


বিহার রাজ্য মহিলা কমিশনের তরফে বলা হয়েছে, এই মন্তব্যের জন্য নোটিশ পাঠানো হবে সাহুকে। বলা হয়েছে, ‘‌এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। উত্তরাখণ্ড সরকারের একজন মন্ত্রীর স্বামী হিসেবে এরকম মন্তব্য তিনি কীভাবে করলেন?‌’‌