আজকাল ওয়েবডেস্ক: এসআইআর কী বলছে? উত্তর পেতে নজর ছিল বিহারের গণনার দিকে। বেলা গড়াতে দেখা গেল, এসআইআর-এ সাপে বর হচ্ছে গেরুয়া শিবিরের, এনডিএ জোটের। বিজেপি-জেডিইউ-এর জোট কেবল এগিয়ে নেই, বলা যায় ল্যান্ডস্লাইড জয়ের পথে। পাটনা-সহ বিহারের জেলায় জেলায় বিপুল উচ্ছ্বাস, আনন্দ, হইচই। নীতীশ সমর্থকরা এখন নেতার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার অপেক্ষায়।

এনডিএ জিতবে, সব সংস্থার বুথ ফেরত সমীক্ষা স্পষ্ট জানিয়েছিল তা। তবে এখনও পর্যন্ত গণনার পরিসংখ্যান যা, ফারাক এতটা হতে পারে, তা ভাবনার বাইরে ছিল বোধহয় সংস্থাগুলির। বিপুল জয়ের দিকে যখন এগোচ্ছে এনডিএ জোট, প্রশ্ন, কোন কোন পয়েন্টে বাজিমাত করল তারা? 


বিহার ভোটে বড় কাজ করেছে বেশ কয়েকটি ফ্যাক্টর। সেগুলির মধ্যে অন্যতম মহিলা ভোট। বিপুল মহিলা ভোট, নিজেদের ভোট ব্যাঙ্কে আনতে জোট যে পরিকল্পনা কষেছে এনডিএ, তাতে আবার বাংলার মুখ্যমন্ত্রীর রণকৌশলের স্পষ্ট ছাপ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

কেন?

বাংলার মুখ্যমন্ত্রী ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সোজা কথায় নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, বাংলায় তৃণমূল ফের ক্ষমতায়  এলে, চালু করা হবে 'লক্ষ্মীর ভান্ডার।' কী থাকবে প্রকল্পে?  প্রতি মাসে রাজ্য সরকারের নির্দিষ্ট দপ্তর নির্দিষ্ট বয়সের মহিলাদের নির্দিষ্ট অঙ্কের টাকা দেবে। এই আর্থ-সামাজিক পরিস্থিতির রাজ্যে, লক্ষ্মীর ভান্ডার 'সুপারহিট' হয়। বিপুল মার্জিনে মমতার হ্যাট্রিক জয়ের পরেই তা চালুও হয়ে যায়। মমতার এই পরিকল্পনা কাজে লাগায় অন্যান্য একাধিক রাজ্য। 

বিহার ভোটেও যে এবার এনডিএ জোটের লক্ষ্য  'মহিলা ভোট', তা স্পষ্ট হয়েছে আগেই।  চলতি বছরের সেপ্টেম্বর মাসে, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ৭৫ লক্ষ মহিলার প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ১০,০০০ টাকা স্থানান্তর করার কথা ঘোষণা করেছিলেন।

এনডিএ-র নির্বাচনী ইশতেহারেও স্পষ্ট উল্লেখ ছিল নারীর ক্ষমতায়নের বিষয়টি। এক কোটি মহিলাকে লাখপতি দিদি প্রকল্পের আওতায় আনা প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম।  তাতে বলা হয়েছিল, যে সব মহিলা ব্যবসা করতে চান, তাঁদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে।  বিহারে নীতীশ কুমার বরাবর মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখার চেষ্টা করেছেন। এবারের পর পর পদক্ষেপে স্পষ্ট হচ্ছিল, ঝুলি ভরবে আরও। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছিল, বিহারে এবার মহিলারা বেশি ভোট দিয়েছেন এনডিএ জোটকেই। ফলাফলেও সেই ইঙ্গিত। অর্থাৎ দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই।