আজকাল ওয়েবডেস্ক: বিহারে ধরাশায়ী মহাগঠবন্ধন। এনডিএ-এর জয়কে নানাভাবে ব্যাখ্যা করছেন বিরোধী নেতৃত্ব। বিজেপি-জেডিইউ-এলজেপি জোটের সাফল্য আসলে নির্বাচন কমিশনের হাতযশ বলেই দাবি করেছে কংগ্রেস। একই সুর সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের। বিহারে গেরুয়া জোটের সাফল্যকে 'এসআইআর ষড়যন্ত্র' বলে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অখিলেশের সতর্কবাণী, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যে এসআইআর ষড়যন্ত্র আর কাজ করবে না।

সমাজবাদী পার্টির প্রধান এক্স-পোস্টে লিখেছেন, "বিহারে এসআইআর যে খেলা খেলেছে তা আর পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ বা অন্য কোথাও সম্ভব হবে না। কারণ এই নির্বাচনী ষড়যন্ত্র এখন ফাঁস হয়ে গিয়েছে। আমরা তাদের আর এই খেলা খেলতে দেব না। আমরা সতর্ক থাকব এবং বিজেপির পরিকল্পনা ব্যর্থ করব। বিজেপি কোনও দল নয়, বরং একটি প্রতারক সংগঠন।"

শুক্রবার দুপুর ২টো পর্যন্ত বিহারে এনডিএ ১৯৮টি আসনে এগিয়ে রয়েছে। মহাগঠবন্ধন এগিয়ে ৩৬ ও অন্য়ান্যরা ৬টি আসনে। অর্থাৎ, কুর্সি দখলের ম্যাজিক ফিগার ১২২ আসন অনায়াসে পার করে ফেলেছে নীতীশের নেতৃত্বাধীন জোট।

এনডিএ নেতৃত্ব এসআইআর কার্যকেরর বিরুদ্ধে বিরোধীদের সমালোচনাকে নির্বাচনে হেরে যাওয়ায় 'অজুহাত' বলে বর্ণনা করেছেন।  জিততে না পেরে, বিরোধী নেতারা স্বাধীন সাংবিদানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ এনডিএ নেতাদের।