আজকাল ওয়েবডেস্ক: লালু-রাবড়ির দুর্গ বলে পরিচিত রাঘোপুর কেন্দ্রে পিছিয়ে পড়েছেন তেজস্বী যাদব! ৪,৮০০ ভোটে পিছিয়ে রয়েছেন আরজেডি নেতা। এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সতীশ কুমার যাদব।
বিহারের বৈশিলী জেলার অন্তর্গত রাঘোপুর বিধানসভা আসন থেকে বরাবরই জিতেছেন আরজেডি প্রার্থীরা। তেজস্বীর বাবা লালু প্রসাদ ও মা রাবড়ি দেবীর পর ২০১৫ সাল থেকে এই আসনে লড়ছেন তেজস্বী। শেষ নির্বাচনেও (২০২০) ৩৮ হাজার ভোটে জয় লাভ করেছিলেন তেজস্বী। কিন্তু এবার সেই আসনেই পিছিয়ে লাল-পুত্র।
উল্লেখ্য, ২০১০ সালে রাঘোপুরের বিজেপি প্রার্থী সতীশ যাদব হারিয়েছিলেন তেজস্বীর মা রাবড়ি দেবীকে। এবার সেই সতীশের কাছে হারবেন তেজস্বী? উত্তর এখনও অধরা।
একই অবস্থা আরজেডি থেকে বহিষ্কৃত, লালুর ত্যাজপুত্র, তেজস্বীর দাদা তেজপ্রতাপের। সম্প্রতি প্রণয় ঘটিত একটি বিতর্কের জেরে তাঁকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে বাবা লালু প্রসাদ যাদব। বাড়ি থেকে তাড়িয়েছেন। তারপরই নিজের একটি দল তৈরি করেন তেজ। নাম দেন জনশক্তি জনতা দল। দাঁড়়িয়ে পড়েন মহুয়া কেন্দ্রে। কিন্তু লাভের লাভ কিছুই হল না। বিহারের হাই ভোল্টেজে ভোটের উত্তাপে ছাড়খাড় তেজ প্রতাপ। এলজেপি প্রার্থীর বিরুদ্ধে ১৩ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন তেজপ্রতাপ। এগিয়ে রয়েছেন চিরাগ পাসোয়ানের দলের প্রার্থী সঞ্জয় কুমার সিং।
