আজকাল ওয়েবডেস্ক: নীতীশ কুমারকে মুখ করেই বিহারের ভোট লড়েছে এনডিএ। কিন্তু, একক সংখ্যাগরিষ্ঠ দলের তরমা এখন বিজেপির। এই আবহে পাটনায় জোর গুঞ্জন, মুখ্যমন্ত্রী কে হবেন? এসবের মধ্যেই শনিবার, একদা প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন এনডিএ শরিক লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসোয়ান।
কথায় বলে, রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। আসলে প্রয়াত রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টি এবার ভোট ভাল ফল করেছে। জিতেছে ১৯টি আসন। ফলে, বিহারের রাজনীতিতে মোড় ঘোরাতে পারেন চিরাগ পাসোয়ান। মন্ত্রিত্বের সংখ্যা ও উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে বেশ আগ্রহী তিনি। এই আবহে নীতীশ-চিরাগ সাক্ষাৎ বেশ তাৎপর্যবাহী।
তবে, সাক্ষাৎ শেষে চিরাগ দাবি করেন তিনি, জেডি(ইউ) প্রধানকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উপ-মুখ্যমন্ত্রী কুর্সি নিশ্চিৎ করতেই তাঁর এই মুখ্যমন্ত্রী দরবারে প্রবেশ।
পাসওয়ানের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে যে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করছেন। তিক্ত শত্রুতা ভুলে তাঁরা উভয়েই ক্যামেরার সামনে হাসছেন।
চিরাগ পাসোয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, "আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তাঁকে অভিনন্দন জানিয়েছি এবং তাঁকে শুভকামনা জানাই... আমি আনন্দিত যে মুখ্যমন্ত্রী এনডিএ-তে প্রতিটি জোট শরিকের ভূমিকার প্রশংসা করেছেন। ভোট দিতে যাওয়ার সময় তিনি এলজেপি (আরভি) প্রার্থীকে সমর্থন করেছিলেন।"
২০২০ সালের একটি আসন থেকে এবার ১৯টি আসন দখল করেছে এলজেপি। শুধু তাই নয়, শাসক জোটের অভ্যন্তরে তাঁর দলই তৃতীয় বড় দলের মর্যাদা পেয়েছে। এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠছে যে, চিরাগ কি দিল্লির রাজনীতি ছেড়ে পাটলিপুত্রের জোট সংসার সামলাতে চলে আসবেন?
নির্বাচনী ইতিহাস
বিহার নির্বাচনে এনডিএ ২০২টি আসন পেয়ে জয় লাভ করেছে। চিরাগ পাসোয়ানের দল লোক জনশক্তি পার্টি ১৯টি আসন জিতেছে, যা জোটের ২০০ আসনের গণ্ডি অতিক্রম করতে সাহায্য করেছে।
লোক জনশক্তি পার্টি (এলজেপি) ২০২০ সালের নির্বাচনে মাত্র একটি আসন জিতেছিল। নীতিশ কুমারের সঙ্গে মতবিরোধের জেরে চিরাগ এককভাবে ১৩০টি আসনে প্রার্থী দিয়েছিলেন। ফলে লাভের লাভ হয়নি। তবে ভোট কেটে জেডিইউ-এর আসন সংখ্যা মাত্র ৪৩-এ নামিয়ে দিয়েছিল এলজেপি।
২০২০ সালে চিরাগ পাসোয়ানের দল বিখ্যাত স্লোগান তৈরি করেছিল। যেখানে বলা হয়েছিল, "প্রধানমন্ত্রী মোদী সে বৈর নহি, নীতিশ তেরি খাইর নহি (মোদির সঙ্গে কোনও শত্রুতা করো না, নীতীশকে রেহাই দেওয়া হবে না)।"
২০২৫ সালের নির্বাচনে প্রথমবারের মতো এলজেপি(আরভি) এবং জেডি(ইউ) একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তা এনডিএ-র জন্য অত্যন্ত লাভজনক হয়। এখন, বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী এবং তাঁর উপ-মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েই জল্পনা তুঙ্গে।
কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী?
শনিবার সকালে, পাটনা জুড়ে বেশ কয়েকটি পোস্টার এবং বিলবোর্ড দেখা গিয়েছে, যেখানে লেখা ছিল নীতীশ কুমার "বিহারের নেতা"।
৮৯টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত বিজেপি এখনও পর্যন্ত নীরব। তবে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ-র নির্ণায়ক জয়কে "সুশাসনের জয়" বলে অভিহিত করেছেন। এটি মূলত মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের ধারাবাহিকতার সমর্থন হিসেবে দেখা হচ্ছে।
এখন, নীতীশের সঙ্গে চিরাগ পাসোয়ানের বৈঠকের ফলে গুঞ্জন উঠেছে যে তাঁর নজরে উপ-মুখ্যমন্ত্রী পদ।
প্রকৃতপক্ষে, পাসোয়ান আগে বলেছিলেন যে- "ভাল পারফর্ম করা অংশীদারদের পুরস্কৃত করা উচিত।" ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁর দলকে এনডিএ-র সঙ্গে থাকার এবং বড় অনুষ্ঠানে কাজ করার জন্য পুরস্কৃত করা উচিত।
উপ-মুখ্যমন্ত্রী পদ সম্পর্কে জানতে চাইলে চিরাগ পাসোয়ান সংবাদ মাধ্যমকে বলেন, "আমি সবসময় বিশ্বাস করি যে আমার স্ট্রাইক রেট ১০০ শতাংশের কাছাকাছি... একটি জোটে সম্মান থাকা উচিত। যদি আপনার অংশীদাররা ভাল পারফর্ম করে, তাহলে তাদের পুরস্কৃত করা উচিত।"
