আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্ক পরিণতি পেল সোশ্যাল মিডিয়ায়। হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে আচমকাই বিয়ে সারল দুই স্কুল পড়ুয়া। দুই তরফেই তিনবার করে উচ্চারিত হল 'কবুল হ্যায়'। প্রেমিক যুগলের এহেন কীর্তিতে রীতিমতো শোরগোল। শেষমেশ থানায় ছুটল তাদের পরিবার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফরপুরে। জানা গিয়েছে, দুই পড়ুয়াই একাদশ শ্রেণিতে পড়ে। গত দুই বছর তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ। একে অপরের প্রেমে এমনই মত্ত, যে সারাজীবন একসঙ্গে কাটানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন সম্প্রতি।
দিন কয়েক আগে হোয়াটসঅ্যাপে কথা বলতে বলতে দু'জনে বিয়ে সারে। একে অপরকে লিখে পাঠায় 'কবুল হ্যায়'। দু'জনের এই সম্পর্ক নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল দুই পরিবারের। বিয়ের কথা জানতে পেরেই থানায় অভিযোগ জানাতে যায় ছাত্রের পরিবার। এরপর থানায় তাকে ডেকে পাঠায় পুলিশ।
পুলিশকে ওই ছাত্র জানায়, লুকিয়ে তার প্রেমিকাকে সিঁদুর পরিয়ে দিয়েছে সে। বিয়ে করে একসঙ্গেই থাকতে চায়। পরিবারের আপত্তিকে বিশেষ গুরুত্ব দিতেও নারাজ। থানায় দু'ঘণ্টা তীব্র অশান্তি করে সে। পুলিশ বোঝানোর চেষ্টা করলেও, নিজের সিদ্ধান্তে সে অটল। দুই পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে, পুলিশ পরবর্তী পদক্ষেপ করবে বলে জানিয়েছে।
