আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে বিহারে নির্বাচন। দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। তার আগেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়লেন নীতিশ কুমার। নারী শক্তিকে প্রাধান্য দিতে মঙ্গলবার বড় ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রীর। রাজ্যের সরকারি চাকরির সব পদে ৩৫ শতাংশ মহিলা সংরক্ষণের কথা ঘোষণা করলেন তিনি।

পাটনায় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীতিশ। তিনি বলেন, “সকল রাজ্য সরকারি চাকরিতে সকল বিভাগ, স্তর এবং সব ধরণের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিহারের আদি বাসিন্দা মহিলা প্রার্থীদের জন্য ৩৫% সংরক্ষণের ব্যবস্থা থাকবে।“

এক্স হ্যান্ডলে নীতিশ জানিয়েছেন, এই পদক্ষেপের লক্ষ্য বিহারে আরও বেশি সংখ্যক মহিলা কর্মক্ষেত্রে প্রবেশ করুন এবং প্রশাসনে বৃহত্তর ভূমিকা পালন করুন। যুব সমাজের প্রতি তাঁর সরকারের প্রচেষ্টা আরও জোরদার করতে মুখ্যমন্ত্রী বিহার যুব কমিশন গঠনের ঘোষণাও করেন।

তিনি বলেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে বিহারের যুবকদের আরও কর্মসংস্থানের সুযোগ প্রদান, তাঁদের প্রশিক্ষণ এবং সক্ষম করে তোলার জন্য সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা আজ এই বিষয়ে অনুমোদন দিয়েছে।“

নীতিশ আরও বলেন, “কমিশনকে মদ এবং মাদকের অপব্যবহারের মতো সামাজিক কুফল রোধে কর্মসূচি প্রস্তুত করার দায়িত্ব দেওয়া হবে এবং এই ধরনের বিষয়ে সরকারকে সুপারিশ করবে।"

সরকারি সূত্রে জানা গিয়েছে, যুব কমিশন রাজ্যের যুবদের উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত সকল বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। তরুণদের জন্য উন্নত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার জন্য এটি সরকারি বিভাগগুলির সঙ্গে সমন্বয় রেখে চলবে। কমিশনে একজন চেয়ারপারসন, দু’জন ভাইস-চেয়ারপার্সন এবং সাত জন সদস্য থাকবেন। যাদের সকলের বয়স ৪৫ বছরের কম হবে। এটি রাজ্যে বেসরকারি ক্ষেত্রে চাকরিতে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও পর্যবেক্ষণ করবে। একই সঙ্গে রাজ্যের বাইরে পড়াশোনা বা কর্মরত বিহারের ছাত্র এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে।