আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী, বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা যথাক্রমে তারাপুর এবং লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। বিধানসভা নির্বাচনে বিজেপি যে ১০১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে প্রথম তালিকায় ৭১টি বিধানসভা আসনের প্রার্থীর নাম রয়েছে।

রবিবার, ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের আসন ভাগাভাগির সূত্র চূড়ান্ত করেছে। যেখানে ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল-ইউনাইটেড (জেডিইউ) প্রত্যেকে ১০১টি আসনে এবং চিরাগ পাসওয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস পাসওয়ান) ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

গত শুক্রবার প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রকাশ কিশোরের জন সুরজ পার্টি। মাত্র ৫১ জনের নাম রয়েছে তালিকায়। তালিকায় রয়েছেন প্রাক্তন আমলা, আইনজীবী, চিকিৎসক। একই সঙ্গে উল্লেখ্য, ৫১ জনের তালিকায় নাম নেই প্রশান্ত কিশোরের। বেগুসরাই, চম্পারণ, মুজফফরপুর, মধুবনী-সহ মোট ৫১ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে জেএসপি।  পাটনা বিশ্ববিদ্যালয় এবং নালন্দা ওপেন ইউনাভার্সিটির প্রাক্তন ভিসি কেসি সিনহা, যিনি গণিতের উপর তাঁর জনপ্রিয় বইয়ের সিরিজের জন্য বেশি পরিচিত, তিনি পাটনার কুমহরার আসন থেকে পিকে-র দলের প্রার্থী, অন্যদিকে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার আরকে মিশ্রকে দারভাঙ্গা থেকে প্রার্থী করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট ওয়াইভি গিরিকে মাঝি থেকে প্রার্থী করা হয়েছে, এবং ভোজপুরি অভিনেতা রীতেশ পান্ডেকে কারগাহার আসন থেকে প্রার্থী করা হয়েছে। তালিকায় নিজ নিজ এলাকায় জনপ্রিয় একাধিক চিকিৎসক রয়েছেন।

এখন সকলের নজর রয়েছে মহাগঠবন্ধনের প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে। গত কয়েক দিন ধরে কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবে আরজেডি-র মধ্যে আসন নিয়ে রফা চলছিল। সূত্রের খবর, আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা গিয়েছে। মঙ্গলবারই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, লালুপ্রসাদ যাদবের দল ১৩৫ আসনে লড়তে পারে বলে সূত্রের দাবি। সেক্ষেত্রে কংগ্রেস ৬০থেকে ৬১ আসনে লড়তে পারে। আগের বারের থেকে ৯-১০টি কম আসনে লড়বে। দলীয় সূত্রের দাবি, জোট শরিকদের জন্য এই ত্যাগ করতে প্রস্তুত হাত শিবির।  

আরও পড়ুন: প্রশান্ত কিশোর কি আদেউ ভোট লড়ছেন? জল্পনা জারি রেখেই ৫১ প্রার্থীর নাম ঘোষণা পিকে-র দলের, তালিকায় প্রাক্তন আমলা-আইনজীবী

দিল্লিতে সোমবারই আরজেডি নেতা তেজস্বী যাদব কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল, রাজেশ রাম, শাকিল আহমেদ এবং কৃষ্ণা আল্লাবারুর সঙ্গে বৈঠক করেছেন। বিহার ভোটে মহাগঠবন্ধনের রণনীতি, জোটের সমন্বয়, নির্বাচনী প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, গত কয়েকদিন ধরে দফায় দফায় আলোচনার মাধ্যমে জোটের জট কাটাতে সক্ষম হয়েছে মহাগঠবন্ধনের নেতারা। জানা যাচ্ছে, বিহারে এবার বামেরা ২৯৩০ আসনে লড়তে পারে। হেমন্ত সোরেনের জেএমএম-ও এবার বেশ কিছু আসনে লড়াই করবে। ভিআইপি, জেএমএম সহ অন্য ছোট শরিকদের জন্য ১৭১৮ আসন ছাড়া হতে পারে।

২৪৩ আসনের বিহার বিধানসভায় ৬ এবং ১১ নভেম্বর দু’টি ধাপে ভোটগ্রহণ হবে এবং নির্বাচনের ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।