আজকাল ওয়েবডেস্ক: তথ্যপ্রযুক্তির শহর বেঙ্গালুরুতে এ কোন বর্বরতা! দিনের ব্যস্ত সময়ে, প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে দোকানের বাইরে টেনেহিঁচড়ে এনে চলল নির্মম অত্যাচার। জুতো পরা পায়ে একের পর এক লাথি, সপাটে চড় মারা হল তাঁকে। অসহায় মহিলা প্রাণ ভিক্ষার আর্তি জানালেও প্রথমে কেউই এগিয়ে আসেনি। পরে অবশ্য কয়েকজন পথচারী হস্তক্ষেপ করেন। এহেন নৃশংস ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শহর জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিষ্ক্রিয় প্রশাসন এবং জনতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছে নেটদুনিয়া।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শহরের অন্যতম ব্যস্ত এলাকা সিটি মার্কেটের অ্যাভিনিউ রোডে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, এক মহিলা একটি দোকানের বাইরে বসেছিলেন। হঠাৎই কয়েকজন পুরুষ সেখানে এসে তাঁর সঙ্গে বচসায় জড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে চুল ধরে টেনে রাস্তায় নামানো হয়। এরপর শুরু হয় পাশবিক অত্যাচার। এক ব্যক্তি রাগের বশে তাঁর সারা শরীরে এলোপাথাড়ি লাথি মারতে থাকেন। ভিডিওতে আরও দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মহিলার বুকে ও পেটে বেশ কয়েকবার লাথি মারেন। মারের চোটে মহিলা রাস্তায় পড়ে গেলেও রেহাই মেলেনি। চুলের মুঠি ধরে তুলে তাঁকে ফের মারা হয়। মহিলা হাত জোড় করে কাতর অনুনয় করলেও তাতে কর্ণপাত করেননি অভিযুক্তরা।

আরও পড়ুন: অবাক প্রেমকথা! সহপাঠীর মা-কেই বিয়ে করলেন যুবক, বয়সের ফারাক ২১ বছর, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অবাক নেটিজেনরা 

প্রথমে আশেপাশের লোকজন কার্যত দর্শকের ভূমিকা পালন করলেও, অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় কয়েকজন এগিয়ে এসে অভিযুক্তদের আটকানোর চেষ্টা করেন। ততক্ষণে অবশ্য যা ঘটার ঘটে গিয়েছে। পথচারীদের মধ্যে কেউ একজন পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে সমাজমাধ্যমে পোস্ট করে দেন।

 

এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে এক ব্যক্তি লেখেন, “অ্যাভিনিউ রোডে তো দেখছি কোনও আইন- কানুনই নেই। মস্তানগুলো তো দেখছি নিজেদেরই আদালত মনে করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেই হবে। একজন অসহায় মহিলাকে জুতো পরা পায়ে লাথি মারার মতো অত্যাচার! একে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।”

 

এই পোস্টটি ভাইরাল হতেই নিন্দার ঝড় তুঙ্গে। নেটিজেনরা এই ঘটনার তীব্র নিন্দা করে বেঙ্গালুরু পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। মহিলাদের নিরাপত্তা এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। অনেকেরই মন্তব্য, “ভারতের সিলিকন ভ্যালিতে যদি দিনের আলোয় এই ঘটনা ঘটতে পারে, তবে দেশের বাকি জায়গার পরিস্থিতি কী, তা সহজেই অনুমেয়।”

 

ঘটনাটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার জেরে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভিডিওর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তবে শুধু আশ্বাস নয়, দোষীদের কঠোরতম শাস্তি চেয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। ঘটনার প্রেক্ষিতে অনেকেই দাবি করছেন, প্রযুক্তিগত উন্নতির শিখরে পৌঁছলেও সমাজের একাংশের মানসিকতা এখনও অন্ধকারে ডুবে রয়েছে।