আজকাল ওয়েবডেস্ক: তুমুল বৃষ্টি, প্রবল দুর্যোগে বিপর্যস্ত বেঙ্গালুরু। শহর জুড়ে ব্যাপক যানজট। সর্বভারতীয় সংবাদ সংস্থা বলছে, বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির ফ্লাইওভারে প্রায় তিন ঘণ্টা আটকে রইলেন হাজার হাজার মানুষ। শুধু আটকে রইলেন না, জানা যাচ্ছে প্রবল জ্যামে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর বিরক্ত হয়ে কেউ কেউ নিজেদের গাড়ি মাঝরাস্তায় রেখে হেঁটেই বাড়ির পথে রওনা দেন।

অনেকেই সমাজমাধজ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। কেউ লিখেছেন ২ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর সময় লেগেছে আড়াই ঘণ্টা। কেউ জানিয়েছেন, মাঝপথে গাড়ী রেখে তিনি হেঁটেই রওনা দেন বাড়ির পথে। তীব্র যানজটের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। 

গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি বেঙ্গালুরুতে। বৃষ্টিতে একপ্রকার বিপর্যস্ত জনজীবন। পরিস্থিতি খারাপ হয় মঙ্গলবার। সোমবার রাতে ইয়েলাহাঙ্কা সহ বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয় সেইসব ছবি। তাতে দেখা যায়, রাস্তা সহ আন্ডারপাস জলের তলায়।  সোমবার রাতেই ইয়েলাহাঙ্কা জোনে হাজারের বেশি বাড়ি বেশি বাড়ি প্লাবিত হয় এবং ওই জায়গা মঙ্গলবার পর্যন্ত জলমগ্ন ছিল।পূর্বাভাস ছিলই বৃষ্টি বাড়বে মঙ্গলবার। ভারী বৃষ্টিতে মঙ্গলবার নির্মীয়মান বাড়িও ভেঙে পড়ে সেখানে।