আজকাল ওয়েবডেস্ক: ভালোবাসাই কাল। ব্যক্তিগত ছবি, ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে প্রেমিকার থেকে আড়াই কোটি টাকার বেশি হাতানোর অভিযোগ উঠেছে ২২ বছরের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মোহন কুমার বেঙ্গালুরুর বাসিন্দা। ইতিমধ্যেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোহন কুমারের সঙ্গে নির্যাতিতার (২০) প্রণয়ের সম্পর্ক ছিল। বোর্ডিং স্কুলে একসঙ্গে দু'জনে পড়াশোনা করতেন। তবে গ্র্যাজুয়েশনের পর তাঁদের কোনও যোগাযোগ ছিল না। কিন্তু কয়েক বছর পর পের মোহনের সঙ্গে ওই তরুণীর যোগাযোগ হয়। এরপরই তাঁদের প্রণয়নের সম্পর্ক শুরু। মোহন প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। তদন্তে উঠে এসেছে য়ে, তাঁরা বেশ কয়েকবার দু'জনে ঘুরতে গিয়েছেন। সেই সুযোগেই প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, ভিডিও তুলেছিল মোহন কুমার। জানিয়েছিল, নিজেদের সুন্দর সময়ের ছবি ভবিষ্যতের জন্য স্মৃতি হিসাবে রাখতেই তাঁর এই প্রয়াস।
এরপরই মোহনের আচরণ বদলে যায় বলে অভিযোগ নির্যাতিতার। তদন্তে প্রকাশ, নির্যাতিতার সেইসব ব্যক্তিগত ছবি এবং ভিডিও পাঁস সকরে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ব্ল্যাকমেল শুরু করে ওই যুবক। টাকার দাবি করে সে। ভয়ে মোহনকে টাকা দেওয়া শুরু করে ওই তরুণী। প্রথমে নিজের ঠাকুমার অ্যাকাউন্ট থেকে ১.২৫ কোটি টাকা মোহনকে দেয় সে। এরপর কয়েক মাসের মধ্যে আরও ১.৩২ কোটি টাকা মোহনকে ট্রান্সফার করেন ওই তরুণী। অবশ্য টাকা পাওয়ার পরও ব্ল্যাকমেল কররতে ছাড়েনি মোহন। এরপরও সে দামি গাড়ি, জামাকাপড়ের দাবি করে।
শেষপর্যন্ত নির্যাতিতা মোহন কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ওই যুবকককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধারও করা হয়।
