আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে সফটওয়্যার পেশাদার স্ত্রীর বিরুদ্ধে আর্থিক চাপে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ! বেঙ্গালুরুর বাসিন্দা এবং সফটওয়্যার পেশাদার শ্রীকান্ত তাঁর স্ত্রী বিন্দুশ্রীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি আর্থিক চাহিদার জন্য চাপ, ব্ল্যাকমেল এবং হামলার কথাও উল্লেখ করেছেন। অভিযোগটি ভ্যালিকাভাল থানায় নথিভুক্ত হয়েছে।
শ্রীকান্ত জানিয়েছেন, ২০২২ সালের আগস্ট মাসে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে বিন্দুশ্রীর সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের আগে থেকেই বিন্দুশ্রী এবং তাঁর মা তাঁকে আর্থিক চাপে ফেলেন বলে তিনি অভিযোগ করেছেন। তাঁর মতে, ৩ লক্ষ টাকা তাঁর শাশুড়ির অ্যাকাউন্টে দেওয়া হয় এবং বিয়ের খরচের জন্য অতিরিক্ত ৫০,০০০ টাকা নেওয়া হয়।
শ্রীকান্ত আরও অভিযোগ করেন, বিয়ের দুই বছরের বেশি সময় কেটে গেলেও তার স্ত্রী শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে অস্বীকার করতেন এবং এর পরিবর্তে প্রত্যেক মিলনের জন্য ৫,০০০ টাকা দাবি করতেন। এছাড়াও, তিনি তাঁর স্ত্রীর বিরুদ্ধে তাঁর পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা এবং ব্ল্যাকমেলের অভিযোগ আনেন।
তিনি আরও দাবি করেন, বিন্দুশ্রী এবং তাঁর পরিবারের পক্ষ থেকে প্রতি মাসে ৭৫,০০০ টাকা একটি হোম লোনের জন্য দিতে বলা হয়, যা তিনি না মানায় আরও বেশি হয়রানির শিকার হন। শ্রীকান্তের অভিযোগ, তাঁর স্ত্রী তাঁর ওয়ার্ক ফ্রম হোমের মিটিংয়ে ঝগড়া এবং ল্যাপটপের সামনে নাচের মাধ্যমে কাজে ব্যাঘাত ঘটাতেন, যার ফলে তিনি চাকরিও হারান। তাঁর এই অভিযোগের সমর্থনে ভিডিও প্রমাণও জমা দিয়েছেন।
শ্রীকান্ত জানান, যখন তিনি বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন, বিন্দুশ্রী ৪৫ লক্ষ টাকার দাবি করেন। এদিকে, বিন্দুশ্রী পাল্টা অভিযোগ করেন যে, শ্রীকান্ত এবং তাঁর পরিবার তাকে গৃহকর্মীর মতো ব্যবহার করতেন এবং শারীরিক নির্যাতন করতেন। তাঁর উপরও পণের দাবির অভিযোগ আনা হয়।
পুলিশ দুই পক্ষকেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এবং তাঁদের মধ্যে কাউন্সেলিংয়ের সময় মনোচিকিৎসক পারস্পরিক বিবাহবিচ্ছেদের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
