আজকাল ওয়েবডেস্ক: একজন মেয়ের বিয়ের জন্য টাকা ধার নিয়েছিলেন অপরজনের কাছে। ওই একটি কারণে বিবাদ, বাদানুবাদ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, টাকা চেয়ে চেয়ে ক্লান্ত ব্যক্তির ঘরই জ্বালিয়ে দিলেন আত্মীয়। ভিতরে তখনও মা-ছেলে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আগুনের দৃশ্য।


ঘটনাস্থল বেঙ্গালুরুর বিবেকনগর। ১ জুলাই, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ঘটনাটি তিন’দিন আগে ঘটলেও, মূল ঘটনার সূত্রপাত বহু বছর আগেই। 

জানা গিয়েছে, প্রায় ৭-৮ বছর আগে, পার্বতী তাঁর মেয়ে মহালক্ষ্মীর বিয়ের জন্য ভেঙ্কটরমণির কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। বারবার অনুরোধ করার পরেও ওই টাকা আর ফেরত দেননি আত্মীয়রা। সম্প্রতি একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে এই প্রসঙ্গ আবার উঠে আসে আমনে সামনে দেখা হওয়ার পর।  ভেঙ্কটরমণি আবারও পার্বতীকে টাকা ফেরত দিতে বলেন।

তারপরেই ঘটে এই ভয়াবহ ঘটনা। ভেঙ্কটরমণির ছেলে সতীশ ডোমলুরে কর্মরত। ছেলেকে ফোন করেই মা জানান, তিনি এবং ছোট ছেলে মোহন দাস ঘরের ভিতরে ছিলেন, ঠিক তখনই কেউ একজন তাদের বাড়ির মূল দরজা, শোবার ঘরের জানালা-সহ একাধিক স্থানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

প্রতিবেশীরা যদিও তৎক্ষণাৎ আগুন নিভিয়ে দিলে, বড় কোনও বিপদ ঘটেনি।  সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে বিকেল ৫:২১ মিনিটে সুব্রামণি নামের একজন, বোতলে পেট্রোল নিয়ে ঘরে প্রবেশ করেন জুতার র‍্যাক এবং বাড়ির সামনের অংশে ঢেলে দেন এবং তারপর একটি দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালান। তাড়াহুড়ো করতে গিয়ে আগুনে তিনি কিছুটা জখম হয়েছেন।