আজকাল ওয়েবডেস্ক: মুখে মাস্ক, হাতে টর্চ, তবে গায়ে একরত্তি কাপড়ও নেই! এমনই চমকপ্রদ দৃশ্য ধরা পড়ল বেঙ্গালুরুর বোম্মানাহল্লির একটি মোবাইল শপের সিসিটিভি ফুটেজে। ঘটনাটি ঘটে ৯ মে রাত ১:৩০ টার পর। দোকানের পেছনের দেওয়াল ভেঙে ভিতরে ঢোকেন এক ‘নগ্ন চোর’। এরপর ৮৫টি মোবাইল ফোন—যার বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা—টুপটাপ গায়েব!

পুলিশ পরে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন: তিনি জামাকাপড় পরলেন না কেন? এই রহস্যে এখনও ঘোর কাটেনি বোম্মানাহল্লি থানার আধিকারিকদের। তবে এ কোনো প্রথম ঘটনা নয়। ২০১৮ সালে কেরল-তামিলনাড়ু সীমান্তে এক ‘নগ্ন নিনজা’ ধরা পড়েছিল—কালো রঙে নিজেকে রাঙিয়ে, মাথায় জাঙিয়া পরে ২৫টিরও বেশি বাড়িতে হানা দিয়েছিল সে।

এইসব দেখে নেটদুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ বলছেন, "চোর হলেও ফ্যাশনে অনন্য", তো কেউ লিখেছেন, "এই চোরকে বলিউডে নেওয়া হোক—'ডান্সার চোর' নামে সিনেমা হলেই চলে যাবে!" পুলিশ আপাতত জামাকাপড়ের হদিস না পেলেও, চোরকে ঠিকই ধরে ফেলেছে। এখন দেখা যাক, তার ‘নগ্ন’ হওয়ার পরিকল্পনার পিছনে ঠিক কী কারণ ছিল!