আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতে ফের শুরু হয়েছে বিতর্ক। ব্যাঙ্ককর্মীরা সপ্তাহে ৫ দিন কাজ করার দিকে ফের জোর দিয়েছে। বর্তমানে সপ্তাহে ৬ দিন ধরেই খোলা রয়েছে ব্যাঙ্ক। ছুটি রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার। তবে ব্যাঙ্ককর্মীরা বহুদিন ধরেই সপ্তাহে ৫ দিন ধরে কাজের দাবি জানিয়ে আসছে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেই খবর মিলেছিল।
তবে এবিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি অর্থমন্ত্রক। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন এই প্রস্তাবটি নিয়ে বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছে। তবে এখনও পর্যন্ত এবিষয়ে কোনও শেষ সিদ্ধান্ত হয়নি। প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার ব্যাঙ্ক ছুটির বিষয়টি তাই ঝুলেই রয়েছে। ব্যাঙ্ককর্মীদের দাবি যদি এই বিষয়টি দ্রুত চালু হয়ে যায় তাহলে লাভ হবে কাস্টমারদের।
তারা খুব কম সময়ে অনেক বেশি সুবিধা পাবেন। এজন্য প্রতিদিন তারা অতিরিক্ত ৪০ মিনিট কাজ করতেও রাজি বলেও জানিয়েছেন। বিভিন্ন বিদেশের ব্যাঙ্কগুলি এই নিয়ম ইতিমধ্যে চালু করে দিয়েছে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়াতে প্রতি সপ্তাহে ৫ দিন ধরে কাজ হয় ব্যাঙ্কে। সেই ব্যবস্থাই ভারতে চালু করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যাঙ্ক ইউনিয়নগুলি।
তবে এতসব করেও এখনও সবুজ সঙ্কেত দেয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাই কবে থেকে এই ব্যবস্থা চালু করা হবে সেবিষয়টি বিশ বাঁও জলেই রয়েছে। এর আগে শোনা গিয়েছিল চলতি বছর থেকে এই নিয়ম চালু করা হবে। তবে সেটা এখনও পর্যন্ত কার্যকর হয়ে ওঠেনি। তাই এখনও নিজের মতো করেই দিন গুনছেন ব্যাঙ্ককর্মীরা।
