আজকাল ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশে স্কুলের বারান্দা ভেঙে বিপত্তি। আহত ৪০ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকির একটি স্কুলে। আহতদের মধ্যে চারজন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। জানা গিয়েছে সকালের দিকে স্কুল চলাকালীন পড়ুয়ারা বারান্দার দাঁড়িয়ে ছিল।
তবে এরপরই বিপত্তি ঘটে। ভেঙে পড়ে বারান্দার একাংশ। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্কুল চারিদিকে সাধারণ মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী এলেও তাঁরাও হিমসিম খায়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বারান্দাটি সংরক্ষণের অভাবেই এই ঘটনা ঘটে। আহত শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিভাবকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
