আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি পুনে বাস স্ট্যান্ড ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে জামিন দিতে অস্বীকার করেছে আদালত। 'পর্ন দেখার অভ্যাস' ছিল বলে অভিযোগ। আরও অভিযোগ ওঠে সে একজন স্বভাবগত অপরাধী। সে জামিন পেলে আবারও একই অপরাধ করবে।

চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি, ২৬ বছর বয়সী এক তরুণী স্বর্গেট থানায় অভিযোগ দায়ের করেন। ওই দিন সকালে ডিপোতে পার্ক করা মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন (এমএসআরটিসি) বাসের ভেতরে তাকে ধর্ষণ করা হয়। অভিযোগ অনুসারে, ভোর ৬ টা নাগাদ অভিযুক্ত বাস কন্ডাক্টর সেজে তরুণীকে স্বর্গেট বাস স্ট্যান্ডের শিবশাহী বাস পার্কিং এলাকায় নিয়ে যায়। তরুণীকে ধর্ষণ করে। এই ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার জেরে পুলিশ ৮৯৩ পৃষ্ঠার চার্জশিট দাখিল করে।

অভিযুক্ত দত্তাত্রয় রামদাস গাদে এক সবজি বিক্রেতা। সে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করে এবং জোর দিয়ে বলে যে যৌন মিলন সম্মতিতে হয়েছিল। পুলিশ জানায় অপরাধ করার পর, অভিযুক্ত একটি কৃষিক্ষেত্রে লুকিয়ে ছিল। বাসটি শব্দরোধী ছিল বলে বাইরের কেউ ঘটনার টের পায়নি। শেষমেশ রামদাসকে পুলিশের বিশেষ দল খুঁজে পায়৷  পুলিশ আদালতকে জানিয়েছে ২০১৯ সাল থেকে অভিযুক্তের বিরুদ্ধে কমপক্ষে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে পাঁচটি মামলা মহিলাঘটিত। সুতরাং তাকে জামিনে মুক্তি দিলে সে হয় পালাবে অথবা ফের অপরাধে লিপ্ত হবে। 

নির্যাতিতা আদালতে হাজির হয়ে জামিনের বিরোধিতা করেন। বর্তমানে এই অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে৷ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে৷