আজকাল ওয়েবডেস্ক: মে মাস থেকে এটিএম থেকে টাকা তুলতে হবে বেশি মাশুল গুনতে হবে। যারা বিষয়টি জানেন না তারা এখনই যদি না জেনে নেন তাহলে গুনতে হবে বাড়তি টাকা।


যদি আপনি ডিজিটাল পেমেন্ট বেশি না করে থাকেন এবং এটিএম থেকে বেশি টাকা তুলতে অভ্যস্ত তাহলে মে মাস থেকে আপনাকে গুনতে হতে পারে বাড়তি টাকা। আরবিআই জানিয়ে দিয়েছে এবার থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বেশি মাশুল দিতে হবে।


মে মাস থেকেই নতুন হারে দিতে হবে টাকা। গোটা দেশেই গুনতে হবে এই বাড়তি টাকা। যদি এটিএম থেকে আপনি টাকা তোলেন তাহলে আপনাকে প্রতিবার দিতে হবে ১৭ টাকা থেকে শুরু করে ১৯ টাকা। যদি এটিএম থেকে নিজের ব্যালেন্স চেক করেন তাহলে দিতে হবে ৬ টাকা থেকে শুরু করে ৭ টাকা। 

 


এই নিয়ম মেট্রো সিটিতে ৫ বার টাকা তোলার পর দিতে হবে। নন মেট্রো সিটিতে ৩ বার টাকা তোলার পর দিতে হবে। আরবিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে দেশের বিভিন্ন শহরে মানুষ জিডিটাল পেমেন্টের পাশাপাশি এটিএম থেকেও প্রচুর টাকা তুলছেন। ফলে নতুন এই চার্জ বসানো হল।

 


এখানে ছোটো ব্যাঙ্কগুলি বেশি সমস্যায় পড়বে। যেহেতু সর্বত্র তাদের এটিএম নেই তাই তাদের গ্রাহকরা অন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হলে সেখানে তাদেরকে বেশি টাকা দিতে হবে। যদিও বড় ব্যাঙ্কের গ্রাহকরা এখানে বেশি সমস্যায় পড়বেন না। 

 


তাই এখন থেকেই সাবধান হয়ে যান। নাহলে এটিএম থেকে টাকা তুলতে হলে বেশি টাকা খসবে পকেট থেকে। অন্যদিকে যদি মাসে হিসেব করে টাকা তুলতে পারেন তাহলে সেখানে নিজের টাকা বাঁচবে। আরবিআই জানিয়ে দিয়েছে দেশের সবকটি ছোটো এবং বড় শহরেই মে মাস থেকে এই নিয়ম কার্যকর হয়ে যাবে। ফলে সেখনে প্রতিটি গ্রাহককে টাকা তুলতে হলে বেশি মাশুল গুনতে হবে।