আজকাল ওয়েবডেস্ক: মে মাসের প্রথম দিন থেকেই বাড়তে চলেছে এটিএম ব্যবহারের খরচ। যদি আগে থেকেই জানা থাকে কত টাকা করে আপনাকে দিতে হবে তাহলে সেইমতো আপনি নিজের কাজ করতে পারবেন।
আরবিআই জানিয়ে দিয়েছে এবার থেকে এটিএম থেকে টাকা তোলার কাজটি করতে হলে আপনাকে বাড়তি টাকা গুনতে হবে। যদি নিজের মাসিক এটিএমের নির্ধারিত সময়ের বেশি আপনি টাকা তোলেন তাহলে সেখান থেকেই আপনাকে দিতে হবে বেশি টাকা। এই টাকা ২ টাকা থেকে শুরু করে ২৩ টাকা পর্যন্ত হবে।
এতদিন পর্যন্ত নিজের ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার আপনি টাকা তুলতে পারতেন। অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে এটি ছিল তিনবার করে। তবে এবার থেকে যদি এই সীমা অতিক্রম করে তাহলে গ্রাহকদের দিতে হবে বাড়তি টাকা। দেশের প্রতিটি বড় শহর এবং ছোটো শহরে এই নিয়ম কার্যকরী করা হবে।
আরবিআই জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের থেকে বেশি টাকা তুলতে হলেই এবার থেকে দিতে হবে ২৩ টাকা করে প্রতিবারে। এগুলি বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন হবে না। সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রে একই নিয়ম কার্যকরী হবে। দেশের বিভিন্ন অংশে ডিজিটাল কাজের গতি বাড়াতেই এই নিয়মটি কড়াভাবে জারি করা হয়েছে বলেও জানা গিয়েছে।
সম্প্রতি একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে এটিএম থেকে টাকা তোলার প্রবণতা বাড়ছে। সেখানে দেশের এটিএমগুলি থেকে দ্রুত ফুরিয়ে যাচ্ছে টাকা। ফলে সেদিক থেকে দেখতে হলে এই নিয়মটি বিশেষভাবে কাজে লাগবে। এটিএম থেকে টাকা তোলার হার কমানোর জন্যেই এই নিয়মটি করা হয়েছে বলেই খবর।
এবিষয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নিয়েছে আরবিআই। এরপরই তারা এবিষয়ে নির্দেশিকা জারি করেছে। দেশের বিভিন্ন অংশে যাতে বেশি করে ডিজিটাল লেনদেন বাড়ে সেদিকে জোর দিতেই এই কাজটি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে গ্রাহকরা এরফলে খানিকটা সমস্যায় পড়বেন বলেই মনে করা হচ্ছে।
