আজকাল ওয়েবডেস্ক: পয়লা মে থেকে বেড়ে গেল এটিএম থেকে টাকা তোলার খরচ। নিজের ব্যাঙ্কের ক্ষেত্রে গ্রাহকরা এবার থেকে ৫ বার ফ্রি-তে টাকা তুলতে পারবেন। অন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হলে থাকবে আরও তিনটি সময়সীমা। দেশের প্রতিটি মেট্রো শহরেই এই নিয়ম চালু হয়ে গেল।
আরবিআই ঘোষণা করেছে, ১ মে থেকে নতুন হারে এটিএম চার্জ চালু হয়ে যাবে। গ্রাহকদের পকেট থেকে খসবে ২৩ টাকা প্রতিটি এটিএম চার্জে। এই টাকা আগে ছিল ২১ টাকা করে। নতুন এই নিয়ম দেশের প্রতিটি ব্যাঙ্কে লাগু হবে। এবার থেকে গ্রাহকরা যদি নিজের ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যান তাহলে তারা ৫ বার টাকা তুলতে পারবেন। সেখানে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে তিনবার টাকা তোলা যাবে।
তবে যদি গ্রাহকরা নির্দিষ্ট লিমিট পার করেন তাহলে তাদের অতিরিক্ত চার্জ দিতে হবে। সেখানে প্রতিবার টাকা তুলতে হলে ২৩ টাকা করে অতিরিক্ত মাশুল গুনতে হবে। আরবিআই জানিয়ে দিয়েছে এটিএম চার্জের ক্ষেত্রে এটিএম নেটওয়ার্কের দিকে নজর রাখতে হবে। বর্তমানে প্রতিটি ইন্টারচেঞ্জের ক্ষেত্রে ১৯ টাকা করে দিতে হয়। নন ফাইনান্সিয়ালের ক্ষেত্রে দিতে হয় ৭ টাকা করে।
ধরে নিন যদি আপনি এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহক হন এবং আপনি এসবিআই এটিএম থেকে টাকা তোলেন তাহলে এইচডিএফসি ব্যাঙ্ক আপনাকে চতুর্থবার টাকা তোলার ক্ষেত্র থেকেই নতুন নিয়ম চালু করতে পারে। সেখানে নতুন হারে আপনাকে টাকা দিতে হবে।
তাই বৃহস্পতিবার অর্থাৎ ১ মে থেকেই নতুন হারে টাকা দিতে হবে। এতদিন পর্যন্ত যে নিয়ম ছিল সেখান থেকে অনেকটাই বেশি হারে চার্জ দিতে হবে। ফলে গ্রাহকদের খানিকটা হলেও পকেট থেকে বেশি টাকা দিতে হবে।
