আজকাল ওয়েবডেস্ক: শারীরিক সম্পর্কের প্রস্তাবে নারাজ কিশোরী। এর জেরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রেমিকের বিরুদ্ধে। অসমের শিলচরের এই ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ১৯ বছরের এক তরুণ। অভিযোগ, ওই কিশোরীকে শুধু ধর্ষণই নয়, ভয় দেখাতে অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ ব্যবহার করে কিশোরীর বিকৃত ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেল করার অভিযোগও উঠেছে ওই তরুণের বিরুদ্ধে।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগ অনুযায়ী, বছরখানেক আগে ১৬ বছরের ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল অভিযুক্তের। অভিযোগ, সম্পর্কের কিছু দিন পর থেকেই ওই ছাত্রীকে শারীরিক মিলনের জন্য চাপ দিতে শুরু করে সে। কিশোরী রাজি না হওয়ায় তাকে অ্যাসিড মারার ভয় দেখানো হয়। এমনকী তার পরিবারের ক্ষতি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। চাপের মুখে পড়ে ওই কিশোরী নতিস্বীকার করতে বাধ্য হয় বলে পুলিশ সূত্রে খবর।
এফআইআর-এ জানানো হয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তরুণ ওই ছাত্রীর ঘরে ঢুকে পড়ে। এরপর সে কিছু ব্যক্তিগত ভিডিও ও ছবি তুলে নেয় নিজের ফোনে। পরে সেই ছবি দেখিয়েই শুরু হয় ব্ল্যাকমেল। কিশোরীর অভিযোগ, তরুণ এআই প্রযুক্তির সাহায্যে তার কিছু বিকৃত ছবি তৈরি করে এবং ভুয়ো প্রোফাইল খুলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
জানা গিয়েছে, ঘটনার জেরে ওই স্কুলছাত্রী এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে, সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার অপরাধ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে। মূল অভিযুক্ত পলাতক হলেও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। বর্তমানে যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
