আজকাল ওয়েবডেস্ক: বন্যায় বিপর্যস্ত অসমে আরও বাড়ল মৃতের সংখ্যা। শুক্রবার আরও সাতজন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে গোয়ালপাড়া জেলায় নৌকাডুবির ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে, জোরহাট ও নওগাঁওয়ে জলে ডুবে প্রাণ হারিয়েছেন একজন করে। বন্যার জেরে এ পর্যন্ত অসমে ৯০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার প্রশাসন সূত্রে খবর, ২৪টি জেলার সাড়ে ১২ লক্ষের বেশি মানুষ বন্যাকবলিত। পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও এখনও ৩২ হাজার হেক্টরের বেশি চাষের জমি, ২ হাজার ৪০৬টি গ্রাম জলমগ্ন। গৃহহীন লক্ষাধিক বাসিন্দা। রাজ্যের ৩১৬টি ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ।

বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছার, ধুবড়ি, নওগাঁও, ডিব্রুগড়, কামরূপ, গোলাঘাট, জোরহাট, মরিগাঁও, লখিমপুর, করিমগঞ্জ, দারাং, মাজুলি, তিনসুকিয়া। একাধিক নদীর জলস্তর নামলেও কয়েকটি নদী এখনও বিপদসীমার উপরে বইছে। ব্রহ্মপুত্র, বুরহিডিহিং, দিসাং নদীর জলস্তর এখনও উদ্বেগজনক।

বন্যার জেরে চরম ভোগান্তি বন্যপ্রাণীদেরও। কাজিরাঙা জাতীয় উদ্যানে এখনও পর্যন্ত ১৮০টি বন্যপ্রাণী প্রাণ হারিয়েছে। যার মধ্যে দশটি রাইনো এবং ১৫০টি হগ ডিয়ারের মৃত্যু হয়েছে।