আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম বিয়ের আয়োজন। হুল্লোড়ে মেতে সকলে। বিয়ের আসল রীতি পালনের সময়েই ঘটল বিপত্তি। বেঁকে বসলেন পাত্র। বিয়ের মণ্ডপে পৌঁছেই মতবদল। মালাবদলেই রাজি নন। পাত্রের এহেন দম্ভ দেখে, রীতিমতো রেগে লাল সকলে। 

 

বিয়ের মরশুমে আরও একটি ঘটনা দেখেই নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। তবে ঘটনাটি কোথায় ঘটেছে, তা এখনও জানা যায়নি। ভিডিওতে দেখা গেছে, মালা হাতে অপেক্ষা করছেন পাত্রী। পাশেই চেয়ারে বসে আছেন পাত্র। তাঁর হাতেও নেই মালা। মালাবদলের সময় নিমন্ত্রিত ও আত্মীয়স্বজনের সামনে পাত্রের এহেন কীর্তিতে সকলেই হতবাক। 

 

কী কারণে পাত্রের মেজাজ গরম ছিল, তাও জানা যায়নি। দেখা গেছে, অনেকেই তাঁকে বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু কারো কথার গুরুত্ব দিচ্ছিলেন না তিনি। অন্যদিকে পাত্রীও মালাবদলের জন্য অপেক্ষা করছিলেন। পাত্রী যে সাত পাকে বাঁধা পড়তে নারাজ, তা তাঁর আচরণেও ধরা পড়েছে। তাই পাত্রীর সামনেই অপমান করেন আত্মীয়দের। 

 

ভিডিওটি ছড়িয়ে পড়তেই একজন লিখেছেন, 'বিয়ের জন্য কত খরচ করা হয়। এমন পাত্রের সঙ্গে বিয়ে মানেই জীবন নষ্ট।' আরেকজন লিখেছেন, 'পাত্রীর উচিত ছিল, তখনই বিয়ে ভেঙে দেওয়া।' আরেকজন লিখেছেন, 'দেখাশোনা করে বিয়ের এই হল ঝক্কি। কখন যে কার মত বদলে যায়, তা আগে টের পাওয়া যায় না।' 

 

চলতি বছরে এপ্রিল মাসে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। বিয়ের অনুষ্ঠানে তুমুল হই-হুল্লোড়। কিছুক্ষণ পরেই পাত্র-পাত্রীর মালাবদল করে, গাঁটছড়া বাঁধার কথা ছিল। তার আগেই ঘটল বিপত্তি। ডিজে এমনই গান বাজালেন, যা শুনে বিয়ের পিঁড়িতে বসেই অঝোরে কাঁদলেন পাত্র। শেষমেশ বিয়েও ভেস্তে দিলেন তিনি। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সম্প্রতি একটি বিয়ের আসরে পাত্রের এহেন কাণ্ড দেখে রীতিমতো হতবাক আমন্ত্রিত অতিথিরা। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে ডিজে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির জনপ্রিয় 'চান্না মেরেয়া' গানটি বাজিয়েছিলেন। সেই গান শুনেই হাউমাউ করে কেঁদে ফেলেন পাত্র। অবশেষে বিয়ে ভাঙার ঘোষণা করে, মণ্ডপ ছেড়ে একাই বেরিয়ে যান। 

 

অনেকেরই ধারণা, গানটি শুনে সম্ভবত পাত্রের প্রাক্তন প্রেমিকার কথা মনে পড়েছিল। তাঁর কথা মনে পড়তেই শেষমূহূর্তে গাঁটছড়া বাঁধা থেকে সরে আসেন। এমনকী পাত্রের পরিবার, বরযাত্রীরাও এই ঘটনার পর মনমরা হয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। যদিও পাত্রীর পরিবারের তরফে পাত্রের বিয়ে ভাঙার আসল কারণ জানানো হয়নি। ঘটনাটি দিল্লির কোথায় ঘটেছে, কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তাও এখনও জানা যায়নি। 

 

'চান্না মেরেয়া' গান শুনে পাত্রের বিয়ে ভাঙার খবরটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ধন্যবাদ জানিয়েছেন ডিজেকে। ওই যুবক নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলে, পাত্রীর জীবনও নষ্ট হতে বলে দাবি করেছেন অনেকে। কেউ কেউ আবার লিখেছেন, একেবারে ফিল্মি স্টাইলে বিয়ে ভাঙলেন পাত্র।