আজকাল ওয়েবডেস্ক: ভারতের সফল পরীক্ষা। রাজস্থানের জয়সলমীরে ম্যান প্রোটেবল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা করা হল। এটি যেকোনও মানুষ চালাতে পারবে। এর টার্গেট অসাধারণ। রাজস্থানের পোখরানে এর সফল পরীক্ষা করা হয়। সেনাকর্তারা বলেন, এটি একটি দুর্দান্ত পরীক্ষা। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে দিন এবং রাত উভয় সময়ই এই মিসাইল চালানো যাবে।


দ্রুত প্রতিপক্ষের ট্যাঙ্ককে আঘাত করতে পারদর্শী এই মিসাইল। এমনকি যদি সেই ট্যাঙ্ক অন্ধকারেও থাকে তাহলেও তাঁকে ঠিক খুঁজে নিয়ে আঘাত হানবে এই মিসাইল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই মিসাইলের সফল পরীক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ভারতীয় সেনা আত্মনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে এই মিসাইল বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই মিসাইল যে আগামীদিনে ভারতীয় সেনার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে তা বলাই যায়।


এই মিসাইলের পাশাপাশি ভারত বর্তমানে বিমানবাহিনীতেও বেশ উন্নত অবস্থায় রয়েছে। সেখানে ভারতীয় সেনার হাতে তেজস, মিরাজ, রাফালের মত যুদ্ধবিমান রয়েছে। এই মিসাইল পরবর্তীকালে ভারতের শক্তিকে আরও বৃদ্ধি করবে বলেই মনে করছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।