আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও হামলা চালাল পাকিস্তান। শনিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের শ্রীনগর, পুঞ্চ সহ একাধিক জায়গায় পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করায়, ব্ল্যাকআউট করা হয় একাধিক শহরে। সেই ব্ল্যাকআউটের মধ্যেই গুলি চলল জম্মুর নাগরোটা সেনা শিবিরে। এ ঘটনায় একজন সেনা জওয়ান আহত হয়েছেন।
শনিবার মধ্যরাতে হোয়াইট নাইট কর্পস সমাজেমাধ্যমে বিবৃতি দিয়ে জানায়, নাগরোটা সেনা শিবির চত্বরে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গিয়েছে। সেই শিবিরেরই এক সেনা জওয়ান সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালান। দু'পক্ষের মধ্যে কিছুক্ষণের জন্য গোলাগুলি চলে। এ ঘটনায় ওই সেনা জওয়ান আহত হয়েছেন। সন্দেহভাজন ব্যক্তির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, এদিন যুদ্ধবিরতি ঘোষণার পরেও পাকিস্তান ফের ড্রোন হামলা চালালে, ডাল লেক, শ্রীনগর সহ জম্মুতেও ব্ল্যাক আউট জারি করা হয়। পাঞ্জাব, রাজস্থানের অধিকাংশ শহরে এবং গুজরাটের কচ্ছেও ব্ল্যাক আউট করা হয়েছে। সীমান্তবর্তী ন'টি শহরে পাকিস্তান হামলা করেছে বলে খবর। যা ঘিরে রাতেই উদ্বেগ প্রকাশ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
শনিবার রাতে সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিও জানান, যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান তা লঙ্ঘন করেছে। ভারতীয় সেনাবাহিনী এর যথোপযুক্ত জবাব দিচ্ছে। এই আক্রমণ রুখতে সেনাবাহিনীকে পড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
