আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে ফের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ ঘটনাটি মিরাটে ঘটে। সম্প্রতি অদ্ভুত এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল গোটা রাজ্য। সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে নৃশংসভাবে মারধর করে টোল প্লাজার কর্মীরা। আক্রান্ত জওয়ান কপিল কাভাদ। তিনি তাঁর ডিউটি পুনরায় শুরু করতে শ্রীনগর যাওয়ার পথে ভুনি টোল প্লাজায় এই ভয়াবহ হামলার শিকার হন। ঘটনাটি ঘটে মিরাট-কর্নাল হাইওয়ের উপর অবস্থিত একটি টোল প্লাজায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কপিল তাঁর এক তুতো ভাইয়ের সঙ্গে দিল্লি বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় এই হামলা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভয়ঙ্কর ভিডিওতে দেখা গিয়েছে, টোল প্লাজার একাধিক কর্মী মিলে কপিলকে একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করছে। এই ঘটনার পর ছয়জনকে ইতিমধ্যেই গেপ্তার করা হয়েছে। পাশাপাশি টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার খবর গ্রামে পৌঁছতেই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। তাঁরা দলবদ্ধভাবে টোল প্লাজায় পৌঁছে ভাঙচুর চালান। তাঁদের বিক্ষোভে টোল প্লাজার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে টোল আদায় পুরোপুরি বন্ধ রাখা হয়। একটি পর্যায়ে গ্রামবাসীদের সঙ্গে টোল কর্মী এবং পুলিশদের মধ্যে চরম সংঘর্ষও ঘটে।
পুলিশ জানিয়েছে, আহত কপিল তখন ছুটিতে ছিলেন। ঘটনার দিন তিনি জম্মু ও কাশ্মীরে তাঁর ইউনিটে ফেরত যাচ্ছিলেন। খবর মারফত তিনি বর্তমানে উপত্যকার একটি রাষ্ট্রীয় রাইফেলস (RR) ইউনিটে পোস্টেড রয়েছেন। সেদিন পুনরায় ডিউটি শুরু করার জন্য রওনা দিয়েছিলেন।
গুরুতর আহত অবস্থায় কপিল বর্তমানে একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নৃশংস হামলার ঘটনায় তিনি নিজেই একটি এফআইআর দায়ের করেছেন।ভারতীয় সেনাবাহিনী আক্রান্ত জওয়ানের সঙ্গে ও স্থানীয় পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তদন্ত পর্যবেক্ষণ করছে।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে, কপিল টোল প্লাজায় কর্মীদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে তিনি একজন জওয়ান এবং তাঁকে সেই মুহূর্তে অত্যন্ত জরুরি ভিত্তিতে যেতে হচ্ছে। সূত্রে জানা যায়, সেদিন রাস্তায় জ্যাম অনেক লম্বা ছিল। তা উপেক্ষা করতেই জওয়ান এগোলে এই বিপত্তি ঘটে। ফলস্বরূপ তাঁর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এবং পরে তা ভয়ঙ্কর মারধরে পরিণত হয়। অভিযোগ উঠেছে, উপস্থিত টোল কর্মীরা ইচ্ছাকৃতভাবে তাঁর ক্ষতি করার চেষ্টা করে।
প্রসঙ্গত, এই ঘটনার কয়েক সপ্তাহ আগে উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় আরও এক প্রাক্তন সেনা সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ব্যক্তি রামদয়াল কুশওয়াহ। তিনি রুদ্রপুর থানার অন্তর্গত ফতেহপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানিয়েছে, রামদয়াল তাঁর প্রতিবেশী বিজয় বিন্দকে নিজের জমির মধ্যে দিয়ে গাড়ি চালাতে নিষেধ করেন। এরপর দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) অরবিন্দ কুমার বর্মা জানান, অভিযুক্ত বিজয় এবং তার কয়েকজন সহযোগী মিলে রামদয়ালকে নির্মমভাবে মারধর করে। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রামদয়ালকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি ঘটে যাওয়া দুই মর্মান্তিক ঘটনা সেনাবাহিনীর বর্তমান ও প্রাক্তন সদস্যদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
