আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল বেঙ্গল টাইগারকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল অসমের কাজিরাঙ্গার গোলাঘাটে। বিগত কয়েক সপ্তাহ ধরেই এই বাঘটি 
এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করেছিল। তাই বাগে পেয়েই 'পশু রাজ'-কে পিটিয়ে মারল উন্মত্ত জনতা। 

বৃহস্পতিবার সকালে অসমের গোলাঘাটের পাথারি এলাকায় একটি বিশাল বাঘের দেহ উদ্ধারের খবর পান বনকর্মীরা। খবর পেয়েই বোকাখাট মহকুমার দুসুতিমুখের একটি ধানতক্ষেতে যান বনকর্মীরা। দেখেন জঙ্গলের ধারে ঝোপের মধ্যে পড়ে ছিল বাঘের দেহ। যা দেখেই তাজ্জব বনকর্মীরা। দেখেন রক্তাক্ত, ক্ষতবিক্ষত বাঘটির দেহ। পা চারটি সমানভাবে কোনও ধারাল অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। বাঘটিকে হত্যার পর গায়ের চামড়াও উপড়ে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক দিন ধরেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ছিল। মাঝেমাঝেই শিকারের খোঁজে গবাদি পশু খাচ্ছিল। ফলে ওই বাঘ জনজীবনে ত্রাসের সঞ্চার করেছিল। এর গ্রামবাসীর অভিযোগ, "আমরা কয়েক সপ্তাহ ধরে ভয়ের মধ্যে বাস করছিলাম, জানানো সত্ত্বেও বন বিভাগ কোনও  পদক্ষেপ করেনি। এই দুঃখজনক ঘটনা প্রতিরোধ করা যেত।"

খুমটাইয়ের বিধায়ক মৃণাল সাইকিয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে নৃশংসভাবে হত্যার নিন্দা করেছেন। ঘটনাটিকে তিনি "দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক" বলে অভিহিত করেছেন। বিধায়ক সরকারের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন এবং বন্যপ্রাণী সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলায় আরও ভাল প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

বনবিভাগের কর্মীরা পরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাঘের মৃতদেহটি উদ্ধার করেন। বলেন, "আমরা একটি মামলা দায়ের করেছি। যারা এই হামলা চালিয়েছে পুলিশ তাদের সনাক্ত করছে।"