আজকাল ওয়েবডেস্ক: ২ নভেম্বর শনিবার দিওয়ালি উপলক্ষ্যে দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকছে ব্যাঙ্ক। রাজ্যগুলি হল গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান ও উত্তরপ্রদেশ। দিওয়ালি ও গোবর্ধন পুজো উপলক্ষ্যে ২ নভেম্বর শনিবার এই রাজ্যগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকছে। তবে পশ্চিমবঙ্গে এদিন ব্যাঙ্ক খোলা রয়েছে।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও ডিজিটাল পেমেন্ট সচল থাকবে। সচল থাকবে এটিএম পরিষেবাও।
প্রসঙ্গত, নভেম্বর মাসে ১৩ দিন বন্ধ থাকবে বন্ধ। তার মধ্যে নভেম্বরের ১ ও ২ তারিখ কালী, লক্ষ্মীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩ নভেম্বর রবিবার এমনিতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৭ নভেম্বর ছট পুজো উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডে। ৮ নভেম্বরও ছটপুজো উপলক্ষ্যে একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৯ নভেম্বর দ্বিতীয় শনিবার থাকবে বন্ধ। আবার ১০ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি। ১২ নভেম্বর ধর্মীয় উৎসবের জন্য উত্তরাখণ্ডে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তীতে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৭ নভেম্বর রবিবার সাপ্তাহিক ছুটি। ১৮ নভেম্বর কণকাদাস জয়ন্তী উপলক্ষ্যে কর্নাটকে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ নভেম্বর চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর ২৪ নভেম্বর রবিবার ফের সাপ্তাহিক ছুটি।
