আজকাল ওয়েবডেস্ক: তাঁর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি দলের জেলার প্রশাসনিক কর্তারা। ফলে ক্ষুব্ধ হন মন্ত্রী। শেষমেষ তাঁকে দলীয় অনুগামীরা ফুলের তোড়া এগিয়ে দিলে তা তিনি ছুড়ে ফেলে দেন। ঘটনাটি তিন দিন আগের। তবে সেই ভিডিওটি ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে।

অন্ধ্রপ্রদেশের অনগ্রসর শ্রেণীর মন্ত্রী সবিতা এস। গিয়েছিলেন নিজের নির্বাচনী কেন্দ্রে একচটি সরকারি পেনশন প্রদান অনুষ্ঠানে। সেখানে মন্ত্রী সবিতা কথা কথায় আচমকা জেলা প্রশানের এক কর্তার কাছে জানতে চান, ওই কেন্দ্রে কতজন বিনামূল্য়ে রান্নার গ্যাসের সুবিধা পান। মন্ত্রীর প্রশ্নের জবাব দিতে পারেননি জেলা নেতারা। তাতেই বেজায় খেঁপে যান সবিতা এস।

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, মঞ্চ থেকে নেমে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় অনেকেই তাঁর জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন। সেই সময়ই একটা তোড়া নিয়ে পিছনের দিকে ছুড়ে দেন তিনি। যা গিয়ে লাগে তাঁর নিরাপত্তারক্ষী ও এক ব্যক্তির মুখে।

 

?ref_src=twsrc%5Etfw">June 7, 2025

মন্ত্রী এই আচরণ তাঁর প্রচণ্ড রাগের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। 

ভিডিওটি অনলাইনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেক ব্যবহারকারী একজন মন্ত্রীর এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।