আজকাল ওয়েবডেস্ক: রূপান্তরকামী বন্ধুকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের ২৪ বছরের তরুণ। সন্তানের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তরণের বাবা-মা। কিন্তু ছেলেও নিজের সিদ্ধান্তে অনড়। শেষপর্যন্ত ছেলের সিদ্ধান্ত না মানতে পেরে আত্মঘাতী হলেন ওই তরুণের বাবা-মা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায়। 

মহকুমা পুলিশ অফিসার পি শ্রীনিবাস রেড্ডি জানিয়েচেন, মৃত দম্পতির নাম সুব্বা রায়ডু (৪৫) এবং সরস্বতী রায়ডু (৩৮)। পুলিশ মধ্যবয়স্ক ওই দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত তিন বছর ধরে স্থানীয় এক রূপান্তরকামী গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছেন মৃত দম্পতির সন্তান সুনীল। পরে এক রূপান্তরকামীর সঙ্গে সম্পর্কে জড়ান যুবক। বিষয়টিতে তাঁদের অপছন্দের কথা ছেলেকে একাধিকবার বলেছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু রূপান্তরকামীকেই বিয়ের ব্যাপারে অনড় ছিলেন তাঁদের ছেলে সুনীল। সেই কারণে গত কয়েক মাস ধরেই ছেলের সঙ্গে অশান্তি চলছিল ওই দম্পতির। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এর আগে সুনীলও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

এছাড়াও জানা গিয়েছে, সুনীল রূপান্তরকামীদের কাছ থেকে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন এবং সেই অর্থ এবার তারা ফেরৎ চেয়েছিলেন। টাকার দাবিতে রূপান্তরকামী গোষ্ঠীর অনেকে সুনীলের বাড়ির সামনে উপদ্রবও করতে শুরু করে এবং প্রকাশ্যে তাদের অপমান করে। যা সুনীলের বাবা-মায়ের কষ্ট বাড়িয়ে দেয়। এরপরই তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।