আজকাল ওয়েবডেস্ক: তখন ক্লাস চলছিল। হঠাৎই দেখা যায় এক পড়ুয়া বেরিয়ে যাচ্ছেন ক্লাস থেকে। আনমনা সে। কেউ কিছু বলার আগেই ওই যুবক যা করেছেন তাতে হতবাক অধ্যাপক থেকে সহপাঠীরা। পুরোটাই দেখা গিয়েছে সিসিটিভি-তে। যা হাড়হিম করে দিচ্ছে।

অন্ধ্রপ্রদেশের নারায়ণা কলেজের ঘটনা। বৃহস্পতিবার সকাল সওয়া ১০টা হবে। সিসিটিভি-তে দেখা যাচ্ছে, চারতলার একটি ঘরে যুবক ক্লাস করছিলেন। ক্লাসের মাঝখানে হঠাৎই উঠে পড়েন তিনি। ধীরে ধীরে হেঁটে বেরিয়ে যাচ্ছেন ক্লাসের বাইরে। এরপরই তিনি বারান্দার পাঁচিলে উঠে পড়েন। সেখান থেকে নীচে ঝাঁপ মারেন। 

সিসিটিভি-তেই দেখা যাচ্ছে, যুবক ঝাঁপ দেওয়ার পর ক্লাস থেকে তাঁর সহপাঠীরা ছুটে বেরিয়ে এসেছেন। নীচে উঁকি দিয়ে তাঁরা দেখছেন। কিন্তু তত ক্ষণে সব শেষ। কলেজের নীচে পড়ে রয়েছে ওই পড়ুয়ার দেহ।

দেখা গিয়েছে যে, লাফ দেওয়ার আগে যুবক তাঁর জুতো খুলে ফেলেছিল। 

অনন্তপুর গ্রামীণ মহকুমা পুলিশ আধিকারিক টি ভেকাটেশুলু জানিয়েছেন, ১৬ বছর বয়সী ওই ছাত্র বৃহস্পতিবার সকালে সংক্রান্তির ছুটি কাটিয়ে কলেজে ফিরে এসেছিলেন এবং সকাল ১১.৫৫ নাগাদ আত্মহত্যা করেন। সংবাদ সংস্থা পিটিাই-কে টি ভেকাটেশুলু বলেছেন যে, "ছুটির পর, বৃহস্পতিবার সকাল ৯.৩০ নাগাদ যবকটি কলেজে আসেন। ক্লাস চলাকালীন, সকাল ১১.৫৫ নাগাদ, হঠাৎ তিনি ক্লাসরুম থেকে বেরিয়ে আসেন এবং চার-তলা থেকে লাফ দেন।" 

ঘটনার পরই, কলেজ কর্তৃপক্ষ যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়া শ্রী সত্যসাই জেলার বাথেনাপল্লি মণ্ডলের রামাপুরম গ্রামের বাসিন্দা।

কেন আত্মহত্যা করল এই পড়ুয়া? তার কারণ জানা যায়নি। তবে পুলিশ মৃতের বাবা-মায়ের অভিয়োগের প্রেক্ষিতে মামলা দায়ের করেছে ও তদন্ত শুরু করেছে।