আজকাল ওয়েবডেস্ক: স্কুল থেকে সাইকেল চালিয়ে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল নাবালক। আচমকা মর্মান্তিক দুর্ঘটনা। ঠিক বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্ট হল দুই বন্ধু। একজন ঘটনাস্থলেই প্রাণ হারাল, অন্যজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। মৃত নাবালকের নাম, তানভীর। হাসপাতালে ভর্তি নাবালকের নাম, আদম।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাড়াপা শহরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধুই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। আচমকা রাস্তার উপরে থাকা কিছু বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে তাদের সাইকেলের চাকা চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহূর্তের মধ্যে সাইকেল থেকে ছিটকে পড়ে দুইজনেই। ঘটনাস্থলে তানভীরের মৃত্যু হয়েছে। এক প্রত্যক্ষদর্শী দুইজনকেই উদ্ধার করেন। আদম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার জন্য বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেছে দুই পরিবার। ঘটনাটি ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। নাবালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী। নিহতের ও আহত নাবালকের পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
