আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার একটি চিংড়ি প্রসেসিং ইউনিটে শনিবার অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনায় অন্তত ১১ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের সকলকে দ্রুত নেল্লোর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা গেছে, একজন কর্মীর অবস্থা আশঙ্কাজনক।

গ্যাস ছড়িয়ে পড়ার ফলে থোতাপল্লি গুডুর মণ্ডলের অন্তর্গত অনন্তবরম গ্রামসহ পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা সতর্কতা হিসেবে মুখে মাস্ক পড়তে শুরু করেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অন্ধ্রপ্রদেশের পারাওয়াদায় একটি বর্জ্য শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটে। যদিও সেই আগুন ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং কেউ আহত হননি।

সম্প্রতি, তিরুমালার লাড্ডু কাউন্টারে ইউপিএস শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে, যা আতঙ্ক তৈরি করলেও দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে, ২০২৪ সালের নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের অনাকাপল্লি জেলায় একটি ল্যাবরেটরিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ক্লোরিন গ্যাস লিকের ফলে একজনের মৃত্যু হয় এবং আটজন হাসপাতালে ভর্তি হন। সেই ঘটনাতেও মোট ১১ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন।

এই ধরণের একাধিক ঘটনার প্রেক্ষিতে রাজ্যে শিল্প নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।