আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানিদের চিহ্নিত করুন আর দেশে ফেরত পাঠান। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমনই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই পাকিস্তানিদের সমস্ত ভিসা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ২ দিন অর্থাৎ ২৭ এপ্রিলের মধ্যে সকল পাকিস্তানিকে ভারত ছাড়তে বলা হয়েছে। শুক্রবার অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। বর্তমান পরিস্থিতি মাথায় রেখে সকল রাজ্যকে সহযোগিতা করতে বলা হয়েছে। সমস্ত মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব, তাদের রাজ্য থেকে পাকিস্তানের বাসিন্দাদের ফেরত পাঠানো হোক। 
রাজ্যে কত পাকিস্তানি রয়েছে, তা দ্রুত চিহ্নিত করে তাদের অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। 


প্রসঙ্গত, গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক মারা যান। এরপরই গোটা কাশ্মীরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। পাকিস্তানকে জব্দ করতে ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে।


বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকও করেছে কেন্দ্র। সেখানে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। বিরোধীরাও এই বিষয়ে সহমত হয়েছে। তারপরেই ফের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান পোস্ট থেকে ভারতের দিকে উড়ে এসেছে গুলি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতভর নিয়ন্ত্রণরেখার ওপারে পাকিস্তানি পোস্টগুলি থেকে ভারতে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি দিয়েই যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। জানা গেছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা।

 
শুক্রবার সকালে বন্দিপোরায় সেনা–জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে লস্কর কমান্ডার আলতাফ লাল্লি। এরপরেই এল শাহি নির্দেশ। তবে সরকারিভাবে এই নির্দেশিকা এখনও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে পৌঁছয়নি।