আজকাল ওয়েবডেস্ক: অমরনাথ যাত্রার রুটগুলি বর্তমানে 'নো ফ্লাইং জোন'। বার্ষিক তীর্থযাত্রার ক্ষেত্রে এবার কঠোর নিরাপত্তা আরোপ করা হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার মঙ্গলবার এই বিজ্ঞপ্তি জারি করেছে। অমরনাথ যাত্রার দু'টি রুট রয়েছে। ঐতিহ্যবাহী পহেলগাঁও রুট এবং বালতাল রুট। 

চলতি বছরে ১ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত যেকোনও ধরণের বিমান চালনা প্ল্যাটফর্ম এবং ডিভাইস বিশেষ করে ইউএভি, ড্রোন, বেলুন নিষিদ্ধ বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নির্দেশে জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তর এই নির্দেশ জারি করেছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই বিধিনিষেধে ছাড় রয়েছে। এই শিথিলতার আওতায় পড়েছে চিকিৎসা সংক্রান্ত স্থানান্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা বাহিনীর নজরদারি। জানা গিয়েছে, ৩ জুলাই থেকে নির্ধারিত অমরনাথ যাত্রার প্রেক্ষিতে, যাত্রা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

অমরনাথ যাত্রার সঙ্গে যুক্ত সব ব্যক্তি, প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্তমান নিরাপত্তা  নিয়ে আলোচনা হয়েছে প্রশাসনের। যাত্রীদের কঠোর নিরাপত্তার কথা মাথায় রেখে রুট সম্পূর্ণরূপে 'নো ফ্লাইং জোন' ঘোষণা করা হয়েছে৷ 

সূত্র মারফত, ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতি বছর অমরনাথ যাত্রায় সারা দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রীর সমাগম হয়। নিরাপত্তার ক্ষেত্রে ব্যবস্থাপনা উত্তরোত্তর বাড়বে বলেই কর্তাদের মত।