আজকাল ওয়েবডেস্ক: শুধুমাত্র বর্ষায় দেশজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় দেড় হাজার বাসিন্দা। আহত হয়েছেন অগণিত মানুষ। গত পাঁচ বছরে রেকর্ড পরিমাণ ভারি বৃষ্টির সাক্ষী থাকল দেশ। চলতি বছরে বর্ষার বিদায়বেলায় এমনটাই জানাল মৌসম ভবন।
মৌসম ভবন সূত্রে, চলতি বছরে শুধুমাত্র বর্ষায় চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে দেশজুড়ে প্রাণ হারিয়েছেন ১,৪৯২ জন। এর মধ্যে বন্যা ও বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন। ঝড় ও বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৫৯৭ জনের। দেশে বিভিন্ন রাজ্য মিলিয়ে ৫২৫ বার ভারি বৃষ্টিপাত ঘটেছে। যা গত পাঁচ বছরে সবচেয়ে বেশি। পাশাপাশি ৯৬ বার অতি ভারি বৃষ্টির সাক্ষী থাকল দেশ।
গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী থাকল কেরল। প্রবল বৃষ্টিতে ভয়াবহ ধসের কারণে কেবলমাত্র ওয়েনাড়ে মৃত্যু হয়েছে ৩৯৭ জনের। বন্যা ও প্রবল বৃষ্টির কারণে অসমে ১০২ জন এবং মধ্যপ্রদেশে ১০০ জনের মৃত্যু হয়েছে। বজ্রাঘাতে মৃত্যুতে দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মধ্যপ্রদেশে। এই রাজ্যে বাজ পড়ে প্রাণ হারিয়েছেন ১৮৯ জন। উত্তর প্রদেশে ১৩৮ জন, বিহারে ৬১ জন, ঝাড়খণ্ডে ৫৩ জন বজ্রাঘাতে মারা গেছেন।
বর্ষার শুরুতে তাপপ্রবাহের ঘটনাও ঘটেছে একাধিক রাজ্যে। বর্ষার মরশুমে তাপপ্রবাহের জেরে ১৩ জন ঝাড়খণ্ডে এবং ৪ জন রাজস্থানে প্রাণ হারিয়েছেন। সোমবার দেশ থেকে বিদায় নিয়েছে বর্ষার মরশুম। এবার স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
