আজকাল ওয়েবডেস্ক: দুরপাল্লার ট্রেনে টিকিট সংক্রান্ত ঝামেলা নতুন কিছু নয়। কাশ্মীরগামী ট্রেনের টিকিট বুকিং পাওয়াই কঠিন হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরকে দেশের অন্যান্য অংশের সঙ্গে রেলপথে যুক্ত করে কাটরা–শ্রীনগর বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন সম্প্রতি। আর তারপরই যেন ভূস্বর্গে যাওয়ার হিড়িক পড়েছে। সাধারণ মানুষ বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু চেনাব এবং দীর্ঘতম রেল টানেলের মধ্য দিয়ে ভ্রমণের অভিজ্ঞতা পেতে উৎসুক হয়ে উঠছে। তিন ঘন্টার এই যাত্রা অনেকের কাছেই স্বপ্নের মতো।
৪৩ হাজার কোটি টাকার রেল প্রকল্পটি এই বছরের শুরুতেই শেষ হয়েছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী মোদি যার উদ্বোধন করেছেন।
এতদিন শ্রীনগর এবং দিল্লির মধ্যে সরাসরি কোনও ট্রেন পরিষেবা ছিল না। তাই যাত্রীদের কাটরায় ট্রেন পরিবর্তন করতে হত৷ উদ্বোধনের একদিন পর রেলওয়ে আনুষ্ঠানিকভাবে কাটরা এবং শ্রীনগরের মধ্যে ট্রেন পরিষেবা শুরু করে।
বিপুল সংখ্যক মানুষ এই যাত্রার অংশ হতে উৎসুক। কর্মকর্তারা জানিয়েছেন, দিনকে দিন ভিড় বাড়ছে। আগামী দশ দিনের বন্ধে ভারত ট্রেনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। এই চাপ উত্তরোত্তর বাড়বে বলেই রেল কর্তাদের মত।
