আজকাল ওয়েবডেস্ক: নজরে নিরাপত্তা। শ্রমিকদের নিরাপত্তার খাতিরে, দেশ জুড়ে ২৯টি নির্মীয়মান সুড়ঙ্গ পরীক্ষা করা হবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং বুধবার সেই তথ্য জানানো হয়েছে। উত্তরকাশীর ভয়াবহ সুড়ঙ্গ বিপর্যয়ের পর সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে এই বিবৃতিটি জারি করা হয়েছে। দেশ জুড়ে নির্মীয়মান সুড়ঙ্গগুলি পরীক্ষা করার পর সাত দিনের মধ্যে সেগুলি সম্পর্কে রিপোর্ট তৈরি হবে। নির্মীয়মান টানেলগুলির মধ্যে ১২টি রয়েছে হিমাচল প্রদেশে, জম্মু এবং কাশ্মীরে ৬টি, ওড়িশায় ২টি, রাজস্থানে ২টি, মধ্যে প্রদেশ এবং কর্ণাটক, উত্তরাখণ্ড, মধ্যে প্রদেশ, দিল্লিতে ১টি করে। এনএইচএআই, কেআরসিএল-এর সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেছে, চুক্তি মোতাবেক সমস্ত নির্মীয়মান সুড়ঙ্গের সমস্ত দিক পর্যালোচনা করা হবে। উল্লেখ্য, উত্তরকাশীর টানেল বিপর্যয়ের পর ১১ দিন ধরে তার ভেতরেই আটক রয়েছেন ৪১ জন শ্রমিক।
