আজকাল ওয়েবডেস্ক: ভারতী এয়ারটেল পশ্চিমবঙ্গ এবং ওড়িশার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। যার মাধ্যমে স্প্যাম কল এবং মেসেজ সনাক্ত করে ডিলিট করে দেবে। উদ্বোধনের ২৪ দিনের মাথায় টেলিকম মাধ্যমে তৈরি হওয়া সমস্যার এই অভিনব সমাধান পদ্ধতিটি পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় ১৫৪ মিলিয়ন সম্ভাব্য স্প্যাম কল এবং ৪ মিলিয়ন সম্ভাব্য স্প্যাম মেসেজ সাফল্যের সঙ্গে চিহ্নিত করেছে।
পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সিইও অয়ন সরকার জানিয়েছেন, যোগাযোগ সম্প্রসারণের সঙ্গে সঙ্গে গ্রাহকরা স্ক্যামের মুখোমুখি হচ্ছে। সেই বিপদ এড়াতেই এয়ারটেলের ডাটা বিজ্ঞানীরা উন্নতমানের এই কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন। অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা। এই প্রযুক্তি নেটওয়ার্ক এবং সিস্টেমস্তরে সুরক্ষা বলয় প্রদান করবে। যার ফলে মোবাইলে আসা কল এবং মেসেজগুলি থেকে খুব সহজেই স্প্যাম কল এবং মেসেজ চিহ্নিত করা যাবে বলে আশাবাদী ভারতী এয়ারটেল কর্তৃপক্ষ।
